র বি প্রে ম - কমল কুজুর
রবীন্দ্রনাথে আমার তেমন আসক্তি নেই
শুধু যখন চলতে পথে রাত বিরেতে হঠাৎ লাগে ভয়
মনের কোণে ওঠে জেগে অজানা সংশয়
তখন বুকের ভেতর কৃষ্ণচূড়া গেয়ে ওঠে গান-
'বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।'
রবীন্দ্রনাথে আমি মোটেই আসক্ত নই
শুধু যখন আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা
বজ্রপাতের নাচন লাগে বনে, হিয়া করে আনচান
তখন হৃদয় জুড়ে শুনি যেন তারই আহ্বান-
'মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে
হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।'
রবীন্দ্রনাথে আমার তেমন কোন আসক্তি নেই
শুধু যখন বর্ষা দিনে ঝর ঝর বৃষ্টি নামে
হৃদয় মাঝে জাগে প্রেমের বান
মনটা তখন গুনগুনিয়ে গেয়ে ওঠে গান-
'এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘর বরিষায়
এমন দিনে মন খোলা যায়।'
রবীন্দ্রনাথে আমি একটুও আসক্ত নই
শুধু যখন অন্যায় দেখে চুপ করে থাকে সবাই
ন্যায়ের প'রে অন্যায় পায় ঠাঁই
মনে পড়ে সেই সাম্যের বাণী-
'অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে ।'
কমল কুজুর। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
08-05-2021
-
-