বাসব রায় এর দু'টি কবিতা
নষ্ট চাঁদের গল্প
আমার পরিপাটি ভদ্রতার মাঝেও বস্ত্রহীন কামনারা ওঁতপেতে আছে
শরীর আমার যমুনার ভাঙনে উজানভাটির সন্ধিক্ষণে
নিয়ন্ত্রণহীন শ্বাসপ্রশ্বাসে বিগত যৌবনের উচ্ছৃঙ্খলতা স্পষ্ট
চোখের আলোর বৈরিতা নিয়েই পথচলা৷
আমার ভালোবাসা আসে চুপিচাপি ধীর পায়ে
ভিড়ের শেষপ্রান্তে সজল দৃষ্টির আড়ালে নির্বোধ প্রার্থনা
অন্তিমশয়ানে এসেও নষ্টচাঁদের গল্পে শৃঙ্গার ধ্বনি ফিরে পায় তার তারুণ্য
মিলনের গানে গানে তখন ক্লান্তির আমেজ
উদোম বসন্ত হঠাৎ কালবৈশাখীর কবলে৷
উদাসী অনুভব
গভীরতাকে স্পর্শ করতে পারিনি
ভাসমান স্রোতের দামে আটকে আছে অনুভব সাগর সেতো অনেকদূর-
অতলস্পর্শী উপলব্ধির উঠোনজুড়ে বিবর্ণ শ্যাঁওলার জট,
অতৃপ্তির ক্ষুধায় জরাজীর্ণ সময়ের দেয়ালে পুরনো মানচিত্রে আরশোলার বসবাস৷
বোধের কপাটে যুগান্তরের খিল
ঘোর অন্ধকার অক্টোপাসে বেঁধেছে শক্ত করে সময়ের যাঁতাকলে-
একঝলক মুক্ত আলোর মুখোমুখি হতে
আর কতদিনের অপেক্ষা!
বিমূঢ় বসন্ত খরতাপের বৈশাখ এনে দেয়
নির্জন প্রহরের অকারণ সারিন্দায়
ঝড় আর বাতাসে উদাসী অনুভব কাছাকাছি হয়৷
বাসব রায়
বাংলাদেশ
(প্রকাশিত লেখা পড়ার পাশাপাশি আমাদের পত্রিকাতে গুগল প্রদত্ত বিজ্ঞাপনের লিংক এ ক্লিক করে আপনার পছন্দের জিনিসটি খুঁজে নিতে পারেন)
-
ছড়া ও কবিতা
-
09-05-2021
-
-