আমাদের ভ্রমণ ও অন্যান্য কবিতা - মাসুদুল হক
১.আধুনিক বনবাস
রাধাচূড়ার স্বরূপ নিয়ে মালতী আজ
কান্তনগরে;
কৃষ্ণচূড়াগুলো
গুছিয়ে রাখছে ভ্রমণ পোটলায়
এ জীবন বনবাস--
নিমগাছের সন্ধানে ভুলে যাচ্ছে
মিথুনমুখর রাতগুলোর স্মৃতি
বুড়ির হাটে লঙ্কাপুরি
দিনগুলো রাতগুলো
কামশিল্পের চূড়ান্তে উঠে
কবরী, তমাল, হিজলের ছায়ায়
সাধুসঙ্গ খুঁজে বেড়ায়
বৈষ্ণবীয় সোনালী সন্ধ্যায়!
২.ড্রাগন ফল
ড্রাগনের বাগানে এসে
আমরা কিংকর্তব্যবিমূঢ় ...
সুপক্ক ফলের গন্ধ পাই
ভুলে যাই আমাদের
কল্পনায় আছে জেগে
ভয়ঙ্কর প্রাণীর আগুনমুখ
গামারীর ছায়া আর
চিরতা পাতার মায়ায়
ড্রাগন আজ সুডৌল ফল!
৩.আমাদের ভ্রমণ
হেঁটে হেঁটে একদিন
আমরা হয়ত
কোনো এক সহজ নগরে পৌঁছে যাব;
যেখানে হাঁটা বলে আর কিছু নেই
সেখানে প্রাণ নেই; নেই কোনো প্রাণি
সেখানে বয়স কিংবা মৃত্যু বলে কিছু নেই
প্রাণগুলো ক্রমান্বয়ে হয়ে গেছে পাথর!
---
মাসুদুল হক(১৯৬৮) মূলত কবি ও কথাসাহিত্যিক ; অনুবাদ ও গবেষণায় রয়েছে সমান আগ্রহ।বাংলা একাডেমির রিসার্স-ফেলো হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,ঢাকা থেকে পি-এইচ. ডি সম্পন্ন করেছেন ২০০৪ সালে।বাংলাদেশের সরকারি কলেজে দর্শন বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। তার কবিতা তাইওয়ানিজ, চীনা, নেপালি,আজারবইজানিজ, তার্কি, রোমানিয়ান ,আরবি,ইতালীয়,অসমীয় ও স্পেনীয় ভাষায় অনূদিত হয়েছে। ইংরেজি ভাষায় বিশ্বের বিখ্যাত জার্নাল ও ব্লগগুলোতে নিয়মিত কবিতা লিখে যাচ্ছেন।২০২০ সালের নভেম্বর মাসে তিনি ইংল্যান্ডের "THE POET" পত্রিকা কর্তৃক "International Poet of the Week"-এ ভূষিত হয়েছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। বগুড়া লেখক চক্র পুরস্কার (২০১১); চিহ্ন পুরস্কার (২০১৩);দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা (২০১৪);উপমা সাহিত্য পুরস্কার (২০২১)অর্জন করেছেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ১.টেনে যাচ্ছি কালের গুণ ২.ধ্বনিময় পালক ৩. ধাঁধাশীল ছায়া ৪. জন্মান্ধের স্বপ্ন ৫. সার্কাসের মেয়ে ও অন্যান্য কবিতা ৬. The shadow of illusion ৭. Blind Man's Dream.গল্পগ্রন্থ: ১. তামাকবাড়ি ২. আবার কাৎলাহার ৩. ঢুলকিপুরাণ ৪. নাবিকের জুতোপ্রবন্ধ ১. বাংলাদেশের কবিতার নন্দনতত্ত্ব ২.হাজার বছরের বাংলা কবিতা ৩. জীবনানন্দ দাশ ও অন্যান্য ৪. বাংলা সাহিত্যে নারী ৫. বাংলা উপন্যাস অধ্যয়ন।অনুবাদ : ১. চৌদল ঐকতান, মূল:টি. এস. এলিয়ট ২. ধূসর বুধবার, মূল: টি. এস. এলিয়ে ৩. বালি ও ফেনা,মূল: কাহলিল জাফরান ৪. হল্লা, মূল:অ্যালেন গিনসবার্গ।
-
ছড়া ও কবিতা
-
16-05-2021
-
-