আমি তার ধর্ম গ্ৰহণ করি - ইলা সূত্রধর
আমার কোন ধর্ম নেই
হিন্দু মুসলিম বৌদ্ধ এবং খ্রিস্টান
আমি কোনটাতেই বিভাজিত নই
কি হবে এই মিথ্যার জাল বুনে
যে শ্রমিক রোজ অট্টালিকা বানায়
দেখো ওর নিজেরই কোন ঘর নেই
আশ্রয়হীন প্রতিদিন
আমি তার প্রতিনীধি হয়ে এসেছি
যে চাষী জমিতে ফসল ফলিয়ে
তোমার অন্ন যোগায়
আজ সে অনাহারে অভুক্ত থাকে
তাই চিরকাল ক্ষুধার্ত পৃথিবীটা
এভাবেই বিরাজ করছে আমার ভিতর
যে বাতিওয়ালা রোজ আলো জ্বালায়
তাকেই ঘিরে আছে গুহার অন্ধকার
নিদারুণ ভয় গ্রাস করছে তার যাপন জুড়ে
ওর জন্য একটা প্রদীপ জ্বালিয়ে দাও
চাইনি কোন মন্দির মসজিদ কিংবা গির্জা
একটা খামার বাড়ির প্রত্যাশায়
চেয়ে বসে আছি কতকাল
নিশ্চিন্তে মিলে যাবে ক্ষুধার্তের একমুঠো আহার
একটা পাঠশালা খুঁজে ফিরি বারবার
যেখানে দেখা যাবে আলোর দিশা
তোমরা আস্তিক বলে বড়াই করো
অথচ নিজের অস্তিত্বকেই
বিশ্বাস করোনি কোনদিন
মানুষের সাথে মানুষের কৃত্রিম বৈষম্য
আমি মানতে পারিনি
তাই আমাকে নাস্তিক ভেবেছো
যে মানুষটা দূর দূরান্ত থেকে পাথর বয়ে এনে
দুর্গম পাহাড়ি পথ বানায়
আমি তার ধর্ম গ্রহণ করি
লাঙ্গলের ফলায়
যে কৃষক মৃত্তিকা কর্ষণ করে
দিগন্ত বিস্তৃত মাঠ শস্য শ্যামলে ভরে তোলে
আমি তার ধর্ম গ্রহণ করি
তুমি ধার্মিক সাজো
ধর্মযুদ্ধের নামে দাঙ্গা বাঁধাও
তাই বিপন্ন হয় আমার স্বদেশ
চারিদিকে শুধুই মৃত্যুর কলরব
শান্তির জন্য স্তূপাকার লাশের মধ্যে এক যুবক
ছুটে যায় সাদা নিশান নিয়ে
আমি তার ধর্ম গ্রহণ করি
ইলা সূত্রধর
দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
26-06-2021
-
-