অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পাল তোলা কাগজের নৌকা - অনিরুদ্ধ আলি আকতার

কাশ গাঙে দুলকি চালে
রঙধনুর ঐ রঙের কোলে
ঐ কী ভাসে দেখো চক্ষু মেলে!
মেঘ-নৌক ভাসছে আবহেলে।
রঙের প্রদীপ জ্বেলে।।

ইচ্ছে ডানা মেলে তাই
সেথায় যদি যেতে চাই,
উপায় কি আছে হাতের কাছে?
দেখো, হৃদ মাঝারেই শতেক উপায় নাচে---
উড়াল দিলেই বাঁচে।।

রঙ বাহারি কাগজ নাও
আস্ত একটা নাও বানাও,
চোখ বুজিয়ে ভাসাও মেঘের বুকে
দেখবে সেটা পাল তুলেছে কেমন পরম সুখে।
হাসির ঝলক মুখে।।

দু'এক মুঠো আবির নিও
মেঘের কোলে ছড়িয়ে দিও,
দেখবে তোমার নাও উঠেছে জেগে!
বলছে কথা মিথ‍্যে মিথ্যে অনেকখানি রেগে।
পরম আদর মেগে।।

পাল দুলিয়ে বুক ফুলিয়ে
মেঘের রঙে রঙ মিলিয়ে,
বলবে দেখো, কতনা নতুন কথা;
বলবে হেঁকে তোমার আমার ছোট্ট ছোট্ট ব‍্যথা।
হেলিয়ে দুলিয়ে মাথা।।

মস্ত জাহাজ বলতে পারে--
শৈশবে ঐ পুকুর পাড়ে
কেমন করে কাগজ-নৌক ভাসে?
নৌক 'পরে রূপকথারা কেমন করে হাসে?
সকল দুঃখ নাশে।।

কেমন করে মনের বিলে
চাঁদ বেনের ঐ ডিঙা চলে?
কেমন করে লক্ষ্ম-কোটি স্বপ্ন হয় ফেরি ?
তোমার আমার বন্দরেতে ভাসুক সোনার তরী।
ফুলেল বরণ করি।।

মনটাকে ঐ নৌক করি
সাদা কাগজ রঙে ভরি
লাল সবুজে পালাক যত কালো
কাগজ-নৌক সেই তো আমার ভালো।
নাবিক জ্বালুক আলো।।

অনিরুদ্ধ আলি আকতার
পশ্চিমবঙ্গ, ভারত।