দায়িত্বহীন জীবন! - মোঃ আইনাল হক
আমি জানি;
আমারি রেখে আসা পদচিহ্ন
তোমাদের ভাবনার ভুবনে
সামান্য রেখাপাত করবেনা কোনদিন।
কেনই বা করবে বলো?
আর কিইবা আছে অবদান ;
মানুষের জন্য না পেরেছি কিছু করতে
না পারছি কিছু রেখে যেতে প্রজন্মের তরে।
অবহেলার তীব্র তরীতে ভেসে চলেছে অলস সময়,
আমিত্ব ও আত্মকেন্দ্রিকতার বলয়ে আবদ্ধ জীবন,
নষ্ট কালচারের বিষে নীল সংস্কৃতির ভাঙা সেতু,
অশিক্ষা ও অজ্ঞতার দৌরাত্ম্যে মুমূর্ষু শিক্ষা ব্যবস্থা,
সৌহাদ্য এবং সম্পর্কহীন মনুষ্য সমাজ,
অর্থের সীমাহীন মোহে অন্ধ বিবেক,
অবিশ্বাস ও নিষ্কলুষ আত্মার বায়বীয় নিঃশ্বাস
নিত্য নাগরদোলায় দোল খায় মানবীয় স্বপ্ন।
এই চোখ দু'টোই শালা হয়েছে যত কাল,
পায় না দেখতে কোন রৌদ্রোজ্জ্বল সকাল।
অমানিশা, ঘোর অমানিশা!
অনিয়ম,
অন্যায়,
অযোগ্যতা,
অবিচার,
অপরাধ,
অসংযম,
অশ্রদ্ধা,
অপব্যাখ্যা,
অপচিকিৎসা,
অপসংস্কৃতি;
জিজ্ঞাসু দৃষ্টি তাকিয়ে আছে মাছের মতন।
অমীমাংসিত ইস্যুতে ঘুরপাক খাচ্ছে প্রতারক মন।
জননী,
জন্মভূমি,
মানুষ,
সমাজের স্বার্থের কাছে অতি তুচ্ছ, মূল্যহীন।
অপরের ব্যথায় সিক্ত হয় না মন,
অসহায়ের কাতর চাহনিতে গলে না বিবেক,
সীমাহীন অসভ্যতায় জাগে না বিদ্রোহী আত্মা।
মৃত মনুষ্যত্বের স্তুপ থরে থরে,
পরাস্ত বিবেকের অসমান্তরাল পায়চারি,
ডিসপ্লেতে সাজানো মানবতাবোধ,
মূল্যবোধের অকেজো ঘন্টা গলায় পরা
প্রাকৃতিক পরিবর্তনের আশায় ঘুমন্ত আমি।
ক্ষুধার রাজ্যে লুটেরার হানা ভিখারির থালায়,
কুকুরে মানুষে ভাগাভাগি ডাস্টবিনের ঝুড়ি,
বিচারকের কলমে নিত্য পুকুর চুরি,
শ্রমিকের ঘামে মালিকের অট্টালিকায় অট্টহাসি
মূল্যহীন ফসলে কৃষকের গলায় আপনার ফাঁসি
অথচ,
অথচ কেবলমাত্র
নামধারী মানুষ নামেই কাটালাম দায়িত্বহীন জীবন।
মোঃ আইনাল হক
রাজশাহী, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
18-12-2021
-
-