বঙ্গ জননী - কাজী মাসুদ
পাঁজরে কত খোদিত শত
নিদারুণ ইতিহাস!
নিঠুর শোষণে বিধুর পেষণে
সকরুণ দীর্ঘশ্বাস।
শ্যামল আড়ালে অশ্রু সজলে
অগণন দিবানিশি,
তৃষিত নয়নে বিরহী ফাগুনে
জ্বলিছো অহর্নিশি।
বৃটিশ বেনিআ আঘাতে হানিয়া
নীলকরের নীলদুখে,
তবুও স্বপন রচিলে গোপন
স্বাধীনতার সুখে।
বীরত্ব মরনে রক্ত প্লাবনে
নকশিকাঁথা রাঙে,
মুক্ত আকাশে মুক্তি সুবাসে
পরাধীনতা ভাঙে।
কালের সকাশে স্বপন বিকাশে
পাখির কলতানে,
সুখের বাসরে ধর্ম আছাড়ে
দুখিলে বিভাজনে।
দুখের তিমিরে যাতনা অঝোরে
শোষকের রুদ্ররোষে,
অগ্নি পাষাণে জাগিলে শ্মশানে!
বাংলাদেশ বেশে।
শকুনের দল হয়নি বিকল
দংশে আজো প্রাণে,
কেঁদোনা মাগো হাসিবে ভাগ্য
রুখিব তূর্য গানে।
কাজী মাসুদুর রহমান
কবি ও কলামিস্ট
যশোর,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
27-12-2021
-
-