অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শীতল চট্টোপাধ্যায় এর দু'টি কবিতা

জানলার ও পিঠে
রোজে কাজা লাগা মেয়ে -পুরুষ
ধানের বোঝা মাথায় নিয়ে
টলা পায়ে চলেছে খামার ঠিকানায় ৷
কাটা ধানের গোড়ায়- গোড়ায়
মন্থর লয়ের বাউল ছড়ায় ৷
শীত ঘুমে শুয়েছে সাপ ,
মেঠো ইঁদুরের চুরি করা ধান শিষ খোঁজে
সাঁওতাল দল ৷
পাঁকালের খোঁজে -
মরা ঝিলের জলটুকু ছিঁচে চলে
মাছের স্বাদ স্বপ্নের মানুষ ৷
সাঁওতাল মেয়েদের ঝাড়া ধানে
জমিদারের কড়ুই পূর্ণ হয় স্বর্ণ খনিতে ৷
কুয়াশার ডানা বেয়ে
ক্ষণিক শিশির বাঁচে ঘাস ঘরে ,
জানলার ও পিঠে নিঃশব্দ বাড়া রাত্রিতে
বেড়ে চলে ঝিঁঝিদের সানাই উৎসব ৷

নির্দেশ ঝড়ে
ঢাকা পড়ে যাচ্ছি ক্রমশ ৷
প্রাণ বাঁচাতে যে ফাঁকাটায় বাতাস এসে দাঁড়াত ,
সকালে পাখিরা এসে ঘাসের শিশিরে ধুয়ে নিত ঠোঁট ,
কিতকিত খেলতে ছুটে আসত কাঠবেড়ালি ,
মেলা রোদে ডানা সেঁকে নিত কাক ,
স্কুল পড়ুয়ারা রবিবাসরীয় স্বাধীনতা পালন করত
নিজেদিকে খেলায় জুড়ে দিয়ে ,
সংগে বাছুর নিয়ে চরত দু'একটা গাই ,
ওদের এই চারণ ভূমির ফাঁকা -শান্ত স্বভাব
শান্তির খোলা মাটি যুগ-যুগান্তরে থাকতে থাকতেই -
প্রাকৃতিক থেকেও এক ভয়ঙ্কর ঝোড়ো নির্দেশ নেমে এল ৷
ওই মাটির ওপর শুরু হল শহরের বর্জ্য ফেলা ,
ফাঁকা জায়গার অদূরে বসবাসকরী মানুষরা
পরোক্ষ ভাবে ঢাকা পড়তে রইল ওই বর্জ্যে ,
সাদা হাতের নির্দেশ ঝড়ে -
অসহায়তায় -নিষ্প্রাণ হতে থাকে মানুষ ,
মাটি হারানোর বর্জ্য পাহাড়ের দূর্গন্ধে ভাবতে থাকে -
তাদের শক্তি পেয়ে গড়া একদিনের সাদা হাতই
ঝড় হয়ে গেছে আজ !

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল , উত্তর ২৪ পরগণা
ভারতবর্ষ