সুবর্ণজয়ন্তী - মোঃ আইনাল হক
আচ্ছা দাদা;
এই যে, মেলার ফটক জুড়ে বড় বড় অক্ষরে লেখা
বিজয়ের পঞ্চাশ বৎসর!
এর ঠিক মানে টা কি, বুঝিয়ে বলবে?
এখানে কি ভূখণ্ড শত্রু মুক্ত হবার
পঞ্চাশ বৎসর পূর্তির কথা বলা হচ্ছে?
নাকি দুঃখ, দারিদ্র্য, ক্ষুধা, বৈষম্য,
সাম্প্রদায়িকতা মুক্ত একটি স্বাধীন দেশের?
যদি পরের টা হয় তবে কিছু প্রশ্ন আছে, দাদা!
আশ্রমের চারদেয়ালে বৃদ্ধ মা-বাবার
চোখের জলে বন্দী দুঃখগুলোর মুক্তি অর্জন হয়েছে কী?
অসহায় বিধবা মায়ের শাড়ির জোড়াতালিতে দারিদ্র্যের যে নকশা তা কি বিজয়ের আঁকিবুঁকি?
পিতৃপরিচয়হীন শিশুর আত্মচিৎকারে
ক্ষুধার যে নিবেদন তা নিবৃত্তির দায়ভার কার, দাদা?
ধনী-দরিদ্র বৈষম্যের যে নীল নকশা চলমান
তা কি পঞ্চাশের পরিধিতেও এতটুকু কমেছে?
চুপ করে কেন দাদা, জবাব দাও?
৭ই মার্চ রেসকোর্স ময়দানে,
সম্প্রীতির সোনার বাংলার যে দীপ্ত প্রতিশ্রুতি
পাঁচ দশক শেষে তার বাস্তবায়ন কোথায়?
পৃষ্ঠপোষকতায় পেশী শক্তি প্রদর্শনের যে ঔদ্ধত্যতা
পঞ্চাশের প্যাঁচ পেরিয়ে তার নির্মুল হয়েছে কী?
স্বজন প্রীতির নির্লজ্জ যে নষ্ট কালচার
বিজয়ের পঞ্চাশ কি পেরেছে তা রুখতে?
সভা, সমাবেশ কিংবা মিটিংয়ে
বোদ্ধা রাজনীতিবিদদের মুখে
দেশপ্রেমের যে বায়বীয় বুদবুদ উদগম হয়
তার প্রয়োগ কি দেখেছে বাংলাদেশ?
কি ব্যাপার! কিছুই বলছো না যে?
আচ্ছা দাদা;
চাঁদাবাজি কিংবা লুটতরাজের ইয়া বড়
লম্বা যে কালো হাত ভূখন্ড জুড়ে,
তার থাবা প্রতিরোধের শক্তি আমাদের কোথায়?
বাংলার সবুজ চত্বর জুড়ে
মানি লন্ডারিংয়ের যে জঘন্য মহোৎসব,
তা ঠেকানোর কি'বা পদক্ষেপ নিয়েছে রাষ্ট্র?
সম্ভ্রম হারানোর পৈশাচিক নীপিড়নে নিত্য
স্বাধীনতা খর্ব হয় যে যৌন কর্মীর
বিজয়ের পঞ্চাশে কি তার পরিত্রাণ মিলেছে?
উত্তর যদি 'না' হয়
তবে এ বাঁধ ভাঙা উল্লাস,
হৃদয় উজাড় করা উদযাপন,
মসজিদ মন্দিরে ছিন্নি বিতরণ,
এসব জাতীয় জীবনে কী প্রভাব ফেলবে, দাদা?
মোঃ আইনাল হক। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
13-02-2022
-
-