অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
একুশের অসমাপ্ত কবিতা - শাহনাজ পারভীন

গাছের শাখায় দুটি কোকিল এ বসন্তে
অনন্ত ডেকে ডেকে বললো--
আমি গাইতে এসেছি।
এই স্বাধীন বাংলায়।
শহীদ দিবসে।
কে একজন কোকিলের সুমধুর সুরের উত্তরে
দখিনা বাতাসের স্নিগ্ধ পরশে বললো--
তোমাদের জন্যই তো এই বাংলা।
এই টকটকে লাল পলাশ, শিমুল,
মৃদুল বাতাসের এই নরম প্রকৃতি।
তোমাদের জন্যই তো প্রতি বছর ফিরে আসে শহীদ দিবস!
তোমরা আছো বলেই তো সুর আছে প্রকৃতিতে।
পৃথিবীতে গান আছে,
হাওয়া এতো সুমধুর!

তবে শুধু মানুষগুলো পাল্টে গেছে।
বদলে গেছে ছাত্ররা আজ!
আজ কেন তারা সেদিনের মতো বারুদ প্রতিবাদে ফেটে পড়ে না?
আজ কেন তারা শুধু গুমরে গুমরে কাঁদে?
এই ডিজিটাল সময়ে তাদের প্রশ্নপত্র আজ নিদারুণ ফাঁদে--
পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ভেসে ওঠে মোবাইল স্ক্রিনে!
ফাঁস হওয়া প্রশ্ন কিনতে তহবিল হয় পরীক্ষার মুহূর্ত আগে!

চটজলদি উত্তরও মিলে তাৎক্ষণিক তহবিলে!

তাদের শিক্ষা ব্যয় আজ আকাশচুম্বি
নীতি নির্ধারকদের অশোভন কথা এবং
অনৈতিক মানবিকতায় তারা ক্ষুব্ধ।

চলন্ত বাসেও আজ নিরাপদ নয় নারী
রাজনীতি আজ রাজতন্ত্রে ঠেকেছে
দুর্নীতির দুরন্ত ঘোড়া আজ লাগামহীন
ব্যাংকের নিরাপত্তা দুর্বিষহ দুর্বিনীত
কেলেঙ্কারির মাল্যে আজ পলাতক কোন বিভুঁয়ে!
গণতান্ত্রিক অধিকার আজ প্রশ্নবিদ্ধ।

শুধু তোমার গানের সুর আছে আগের মতোই।
গাও কোকিল। তুমি গেয়ে ওঠো।

তোমার গানের সুরে শিক্ষার সভ্যতা বেঁচে উঠুক।
অনৈতিক অন্ধকার কেটে যাক দ্রুত
উন্নতির দিগ্বিদিক আলো ছড়িয়ে পড়ুক সত্যিকারের সাহসে!

শাহনাজ পারভীন। বাংলাদেশ