বাস্তব জ্ঞান হীন আমি - সত্যেন্দ্রনাথ পাইন
সেদিন হঠাৎই এক দরকারে তোমাকে ফোন করতেই
জানালে--সত্যিই ছিলাম
আমি
এক বাস্তব বুদ্ধিহীন যুবক।
প্রত্যুত্তরে অবশ্য
কিছুই বলা হয়নি তোমায় ।
কিন্তু বলতে পারতাম--
"তাই বুঝি ছেড়েছো
আমায় নির্দ্বিধায় উদাসীন অন্তরে!"
পরে ভেবেছি বলবো-
যেদিন তুমি তোমার
দানের ডালা শেষ করে
আসবে আবার ডালা ভরাতে
আমার অসীম বিরহের স্পর্শে!
তোমার ঐ শ্বেত শুভ্র শাড়ির আঁচলে
নয়তো
কালো চুলের বন্যায়
একগুচ্ছ প্রেমের কথা
শোনাবে;
কিংবা হঠাৎই
নিয়ে যাবে বাবু ঘাটে, ইডেনে, কার্জন পার্কে
কিংবা শিশির ভেজা মিন্টু পার্কের সবুজ গালি চায়
নতুন করে কোনো সন্ধ্যায়
কিংবা কোনও দিন
কোনও ছুতোয় সিনেমা হলে।
আজ ভাবছি--
সত্যি যদি আমার বাস্তব জ্ঞান থাকতো
তাহলে কি পারতে সেদিন
যেতে
আমায় ছেড়ে এত সহজে
কোনও
রাজ শিখরের দিকে!
পারতে না!আমি ও ছাড়তাম না
তোমায় অত সহজে!
এত বছর পরে,
মনে হয়েছে তোমার সে কথা।
বাঃ, ভালোই তো। তোমার উচ্চারণ আজ তাই
নিলাম আমি মাথায় তুলে।
যদিও ফল ফলবে না-- জানি।
কারণ,
এখন তুমি
হয়েছো রত্নগর্ভা নারী
রত্ন মালা বিভুষিতা হয়ে।
সেখানে আমার প্রবেশ নিষেধ
সেই মাটিতে প্রেমের
মূল্য বুঝিবা হয় কেনা
বেদনার অশ্রু পাতে
যাকে পেয়ে হারানোর বেদনা
পূর্ণ করে
ছায়ামূর্তির মাঝে।
তুমি শান্ত হও
পায়ে পড়ি তোমার।
শুধু বলি সময় পেলে
চলে এসো একবার
যেখানে তোমার পায়ের চিহ্ন আজও আছে পড়ে
সেই দালানের বুকে।
দয়া করে।
দ্যাখো চেয়ে- কে বড়
বাস্তব জ্ঞান হীন আমি
নাকি
তোমার চঞ্চল বাস্তবতা!
সত্যেন্দ্রনাথ পাইন। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
01-04-2022
-
-