অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কাব্য বৃক্ষের অঙ্কুরণ - নীরেশ দেবনাথ

কটা জমি আছে -
মানব জমিন -
খুব সুন্দর, উর্বরও।
খুব ভালো ভালো বৃক্ষ জন্মায় এই জমিতে।
তারই একটা বৃক্ষ - 
জ্ঞান বৃক্ষ, খুব বড়;
মানুষ ধন্য এই বৃক্ষের আশিসে।

এই বৃক্ষের অনেক শাখা-প্রশাখা।
ধর্মগ্রন্থ, ইতিহাস, বিজ্ঞান
অর্থশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য
আরো কত কি!

তারই একটা শাখা - সাহিত্য,
তারও কত প্রশাখা!
গল্প, উপন্যাস, নাটক, কাব্য
আত্মকথা, ভ্রমণ কাহিনী
আরও কত কি!

কেউ চাইলে এই জমিতে
কাব্য বৃক্ষেরও বীজ বপন করতে পারে।
যথা সময়ে সেই বীজের অঙ্কুরণ হবে;
অঙ্কুরিত হবে নতুন কাব্য বৃক্ষের চারা।
পরিচর্যার সিঞ্চনে এই চারা
পল্লবিত হয়ে পরিণত হতে পারে এক মহান বৃক্ষে!
এই মহান বৃক্ষে প্রস্ফুটিত হতে পারে
অনবদ্য সব কবিতা!

কবিতার যে বীজগুলি পুষ্ট -
সেই ভালো ভালো বীজের অঙ্কুরণ
থেকে জন্ম নেবে সুন্দর সুন্দর কাব্য বৃক্ষ,
সেই বৃক্ষের পাতায় পাতায় রচিত হবে -
অনবদ্য সব কবিতা।
সেই কবিতা পাঠ করে মানুষের মন
ভরে উঠবে অনাবিল আনন্দে!
ঋদ্ধ হবে সমাজ - জ্ঞানে গরিমায়!

নীরেশ দেবনাথ। পশ্চিমবঙ্গ