গোল্লাছুট খেলার বয়স আমি পার হয়ে এসেছি অনেক আগে আর ইদানিংকার ছেলেরা গোল্লাছুট খেলে না বোধকরি এখেলা ভালো করে চিনেও না। এ খেলা এখন বেমানান বিশেষত ইন্টারনেটে কালচারে গোল্লাছুট না খেলারই কথা। খেলার কিছু প্রাসঙ্গিক বিষয় তাও বিবেচনায় না নিলে নয় খেলোয়ার সংখ্যার অনিয়ন্ত্রণ মাঠের দৈর্ঘ্য-প্রস্হের পরিমাণ সময় নির্দেশ বাঙ্গালী সময় রেফারি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। ঘর বাহির ছল বাধা দুই দল একজন গোল্লা 'ছুইতে' মরা। 'গোল্লা খেলার বয়স' সে এখন পুরনো এবং বুড়োদের কথা।স্বপ্নসখের বশে এখন ছেলেরা বরই গাছে চড়ার কথা ভাবেনা ঢায়ডিং ভাই আর গাছে উঠে না 'এগু ভাই'র আবেদন জানায় না বরই গাছ ও ভাইয়ের আবেদন এখন ইউ টিউব আর গুগলে।হাফ-পেন্ট পকেটের কাচা বরই পাছায় ঘষে মুখে গুজে দিয়ে পেট খারাপের ভয় এখন নেই।সে পুরনো সময় আর খেলায় ক্ষেত খামারি খেয়াল ফেলে ফেসবুকে বুঁদ কিশোররাই আজ কাল সম্ভবত পরশুও।পার্থ সারথী চৌধুরী। বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa