শীতল চট্টোপাধ্যায়'র দু'টি কবিতা
শ্রাবণে - ফাল্গুন
বসন্ত ভেজে বর্ষায় ৷
ফাল্গুন স্বরলিপিতেই
শ্রাবণ গান ৷
শ্রাবণের মুখ চিনে
পেখম তোলে ময়ূর ৷
পলাশকে মনে করায়
পাল্টানো ডালের বিকল্প কদম ৷
বাসা বন্ধ করে -পাখি কোকিল শুনছে -
শ্রাবণ কোকিলের বৃষ্টি সুর ৷
উদাসী করার বাতাস , আনমনা করার পথ ,
উদ্দেশ্যহীনে হাঁটার ফাল্গুন ,
একই অনুভবের শ্রাবণে ৷
সকালটা
আকাশ কখনো নেমে আসে - যে ডাকে ,
যে আহ্বানে দূরে থাকা বাতাস
ছুটে আসে কাছে ,
যে চোখের সাথে কথা বলতে
চাঁদ আসে কাছাকাছি ,
অনেক দূরের পদ্মা - মেঘনার ঢেউ ,
ছুঁতে চাওয়ার মননদীর ইচ্ছেতে
বয়ে আসে অদৃশ্যে ৷
এসো বললে - বৃষ্টি আসে ,
প্রস্ফুটিত হও বললে - ফুল ফোটে ,
গাও বললে - পাখি ডাকে ,
রাতকে বললে -
রাত - না ভাবানোর রাতে ভুলিয়ে রাখে সে ,
আমি - তুমিতে ফোটা সকালটা
দুপুর হয়না যখন !
শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল , উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
09-07-2022
-
-