অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আঁধ ফালি চাঁদ - শ্রী রাজীব দত্ত

পূর্ণিমা রাতের আকাশে
ঝলমল করা চাঁদের ঝলক,
তোমার গলায় চেনা রবীন্দ্র সংগীত,
পষ্ট জোছনায়, ছাদের চিলেকোঠায়,
তোমায় দেখেছিলেম এক পলক।
যদিও পূর্ণিমার চাঁদ,
তোমার পছন্দ নয়
তুমি ভালবাসতে, আঁধ ফালি চাঁদ।
দিন গুনতে অমাবস্যার পরে,
কখন পূর্ব দক্ষিণ গগনে, রাতের আঁধারে,
দেখা দেবে এক ফালি চাঁদ।
তোমার রেশমের মত চুলের ঘটনাটায়,
চাঁদের আলো যেন, নদীর প্রতিফলন সৃষ্টি করতো।
সেই হালকা জোছনায়, তোমার অবাধ বিচরণ,
মিষ্টি মধুর সুরে আর পূর্ণিমার আলোয়,
স্নিগ্ধ পরিবেশ যেন মায়াবী সারাক্ষণ।
পেরিয়েছে বহু সময়, শেষ হয়েছে অনেক অধ্যায়।
তবুও...
আজও মধ্য গগনে ওঠে আঁধ ফালি চাঁদ,
হয়তো কারো চিলেকোঠার ঘরের সামনে,
কেউ গুনগুনিয়ে ওঠে চেনা অচেনা রবীন্দ্র সংগীত,
ব্যক্তিটা হয়তো অন্য কেউ,
সে হয়তো কারোর ব্যক্তিগত,
তোমারই মত, কিছুটা প্রকাশিত,
আর অনেকখানি অপ্রকাশিত।
আজও আমি আঁধারে, নিশুতি প্রহরে,
ক্যালেন্ডার এর প্রতিটি পাতায় দাগ দি,
আমাদের বিচ্ছেদের,
আমি তোমার মতই এখন দিন গুনি,
অমাবস্যার পরে আঁধ ফালি চাঁদের জন্যে,
সেই চিলেকোঠা ঘরে তোমায় খুঁজি,
এক পলক দেখার জন্য।

শ্রী রাজীব দত্ত। পশ্চিমবঙ্গ