অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দ্বিধার খেয়ায় - ফরিদ তালুকদার

(‘নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন) 

জেগে আছি
ধূপ জ্বলা আকাশের জানালায়, নক্ষত্রের ছায়াতলে 
জেগে আছি---

উদাসী মনের ভাঁজে জন্মান্তরের বার্তা নিয়ে ঘুরে বেড়ায় যাযাবর মেঘ
এক বিমূর্ত পৃথিবীর কিতাব খুলে আমি জেগে থাকি বহুকাল, বহু কোটি বছর---
হয়তো আমিও ছিলাম কোনোদিন প্রাচীন শিলালিপির দুর্বোধ্য কোনো পাঠে
দূর্বার সবুজ জমিনে, শিশিরের স্নানে, ঘুমের নিমগ্ন দেশে…
আমিও ছিলাম বেশ
ভাওয়ালেরগড়, বীরভূম, খাইবার পাস, মধ্য আফ্রিকার মাটির গহীন শেকড়ে, শস্যকণার জীবন বৃত্তান্তে…
আমিও ছিলাম হয়তো!

মৌনতা গাঢ় হয় সিঁড়ির বাতিঘরে
শতাব্দীর উপহাস গায়ে মেখে ঝিমোয় নিয়ন আলোর লাইটপোস্ট
বোধের অবচেতনে, পিতৃপুরুষের ভুলের ঋণ শোধে পথশিশু, মায়াময় ফুটপাতে
বাইবেল, ত্রিপিটক, কোরআন একসুরে মাতম তুলে ভেজা বাতাসের গায়…
জেগে থাকি আমি---
আরও কতোকাল, আরও কতো জীবন!?

কতোটুকুনই বা ব্যাবধান আঁকে সৃষ্টির মহাকাব্য, শুরু আর শেষের পঙক্তিতে!?
বুঝে নিলে পৃথিবী ভালোবাসায়, ব্যাথার সরল অভিধান
তীর খুঁজে পাক দ্বিধায় দোদুল্যমান খেয়া!

আলোর স্রোতে কিংবা কৃষ্ণগহ্বরে
কতোটুকু ক্ষতি যদি আরেকবার,
আর একবার
পথ হারিয়ে ফেলি ভুলের সরণীতে
তার খোঁজে, কেবলই তার খোঁজে---!?

ফরিদ তালুকদার
টরোন্ট, ক্যানাডা
আগস্ট ১০, ২০২২