ঘোর কলি - প্রেরণা বড়াল
দাদু, দিদার কোলে বসেই
শুনেছি সেই ছোট্ট থেকেই
ঘোর কলি রে, ঘোর কলি,
চলছে এটা ঘোর কলি।।
ডাকের শেষেই ছুটে আসা,
আজ্ঞা হলেই করতে বসা,
তিলেক দেরি হলে পরে-
অমান্যি, তার দন্ড ধরে।
বড়োর কথায় জবাব দিলে,
বলতো পাড়ার মাসি মিলে-
ও- মা, একি ছেলের কান্ড।
নিজের পক্ষ রাখতে পন্ড-
নিজের যত জারিজুরি,
তাদের কাছে নয়তো ভারি,
মামা,কাকা,মাসি, পিসি,
শুনতে পেতাম কানাফিসি,
বলতো সবাই এক ই বুলি
ঘোর কলি রে - ঘোর কলি।।
তবে এখন চলছে যেমন-
প্রতি কথায় যুক্তি জখন
তর্ক দিয়ে চলতে হবে
প্রতি কথায় জিততে হবে।
বড় হলে হতেই পারে,
তাতে কিছু যাচ্ছে নারে।
বুড়ো হলে কি বুদ্ধি বাড়ে?
যত্ত আজব গল্প ঝাড়ে।
কি হবে তাঁর মান বাড়িয়ে
বলতে হবে আগবাড়িয়ে
দেখতে পাবে এমন ধারা।
আজ জীবনের মূল্য হারা
সেই পুরনো পরম্পরা।
চলছে এ রব অলি গলি
ঘোর কলি রে ঘোর কলি।।
প্রেরণা বড়াল
রায়পুর, ছত্রিশগড়
-
ছড়া ও কবিতা
-
16-09-2022
-
-