অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
লেখালেখি - প্রেরণা বড়াল

ময়ের সাথে সব পরিবর্তন হয়।
লেখালেখি তা থেকে কেমনে দূরে রয়।।
বদলালে যদি হয় ভাষার উন্নতি,
তেমন বদল ভাল, নুতন পদ্ধতি।
কিন্ত কি লিখিতেছি লেখকেরা ভাই,
গদ্য কি পদ্য বোঝার উপায় নাই।
ভাবনা কবির বুঝি,  এক ঝোড়ো হাওয়া,
কি বলিছে- থাকে কি গো মনে তার ছোঁয়া।
মুন্ডুপাত করি কেহ করিতেছে চেষ্টা,
বার্তা কি আছে তাতে জানিতে প্রচেষ্টা।
মাইকেল, নজরুল না হয় রবি,
নিজেদের মনে করি তাহাদেরই ছবি।
ছাপা হোক বই মোদের,পত্র প্রশংসার,
নয়ত কটাক্ষ করি লিখিতে না ভুলি তার।
ধরণ ধারণ করি নুতন আবিষ্কার, 
যুক্তিযুক্ত কত, দেখি না তা ফিরে আর।
আগে ছিল প্রবাদ বা যেমন ছিল ধাঁধা,
সেই ভাব অণুর অণু গল্পতে বাঁধা।
শব্দ বিশ বা পচিশেতে সারি,
ঝটিকাতে শেষ করি কাহিনীটি ভারি।
কবিতার শব্দ হবে, চার ছয়,আট,
পরমাণু নামে ধন্য যাই বালাই ষাট।
অক্ষর সিঁড়ি  আর কবিতা বত্রিসা,
এমনি আনেক ধরণ করিতে অন্বেষা,
লেখার মুল্য বোধ- সব কিছু ছাড়িয়ে,
অগণিত লেখকের ভিড়ে গেছে হারিয়ে।
এসো বন্ধু সবে মিলে করি প্রতিষ্ঠা,
নুতন আবিষ্কার যা- হবে তা শ্রেষ্ঠা।
উন্নত করি মোরা বাংলা ভাষাকে,
যতটুকু কমি আছে শুধরাই তাহাকে।

প্রেরণা বড়াল 
রায়পুর, ছত্রিশগড়
ভারত