কবিতা - পাভেল আমান
বিকশিত চেতন
অনেক প্রাপ্তির মাঝে
শূন্যতার বিরাজ,
হিসেবের ফর্দ সরিয়ে-
বহমান জীবনের গতিপথ।
কেন কিন্তু অবসানে-
প্রত্যাশার আকশিতে
সামনের পথ চলা।
বিস্তীর্ণ রুদ্ধতা মাড়িয়ে
মনোবলের পূর্ণতায়;
জাগ্রত লক্ষ্য ছোঁয়ার স্পর্ধা
যুগপৎ আত্মস্থ চেতনার বিকাশ
এভাবেই কেটে যাক
শূন্যতার আকীর্ণ পরিসর।
মনুষ্যত্বের মুখোশ
চারিদিকে শুধুই মুখোশ
ক্রমশ অপসৃয়মান মনুষ্যত্বের ভিড়
দুচোখে ভাসমান অস্পষ্টতা
পরতে পরতে জুড়ে গেছে মনুষ্য সমাজ
মোক্ষ লাভের দুর্বার আশায়,
লক্ষ্মীর আরাধনায় মুগ্ধ হয়ে
খোলস ছেড়ে আবারো নিমজ্জিত
সেই মুখোশের অন্তরালে।
স্বার্থ পূরণের ভূবন মাঝে
মানুষ যেন প্রাত্যহিক জীবন ধারায়
ইঁদুর দৌড় প্রতিযোগিতায় শামিল
মূল্যবোধের নীতি নৈতিকতা সুকৌশলে সরিয়ে
অহর্নিশ ছুটেই চলেছে-
এ যেন এক অঘোষিত সংঘাত
যেখানে আপোষের ছত্রছায়ায়
হাবুডুবু খাচ্ছে মানবতার সহজপাঠ!
একরাশ অতৃপ সুতীব্র বাসনার চরিতার্থে
মনুষ্যত্ব বড় অসহায়;
কিছুটা জ্ঞানত, অজ্ঞানতার বশে
কাঙ্ক্ষিত স্বার্থের মোহে
দড়ি দিয়ে বেঁধেছি মানবীয় গুণাবলী
বহুরূপীর চরিত্রে অবতীর্ণ হয়ে
খোওয়াতে আছি সহজাত মনুষ্যত্ব
মুহূর্তেই সানন্দে পরেছি মুখোশ
সমস্ত কিছুর জলাঞ্জলিতে পৌঁছেছি
আবারো আদিম যুগের তরে।
পাভেল আমান
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
13-12-2022
-
-