অটোয়া, রবিবার ১২ জানুয়ারি, ২০২৫
অবোধ কিংবা অর্বাচীন - ফরিদ তালুকদার

(‘নক্ষত্রহীন রাতের আকাশ' এর একটি উপস্থাপন / A presentation from ‘Starless Night Sky’)

ভালোবাসা? ঘরের স্বপ্ন!?---

তাহলে চলো---
প্রথমে অরণ্যের কান্না বুঝি, বুঝি তার উচ্ছ্বাস
তারপরেই না হয় হোক ভালোবাসাবাসি!

মগজটাকে ওলট-পালট করে দেখেছি বহুদিন বহুবার,
ওখানে ইট, কাঠ, নুড়ি-পাথর, বাড়ি-গাড়ির মতো বস্তুরা, যুগ যুগ ধরেই তাদের রাজত্ব গড়ে শাসন করছে প্রায় সবটাই অঞ্চল! 
আর---
এদের সিপাহী হিসেবে নিশিদিন জেগে পাহারা দেয় কিছু অংক!
কিন্তু---
কোনো ভালোবাসা নেই!
রাতের সুনসান চৌকাঠে হেলান দিয়ে, চন্দ্রমুখী তপস্যায়ও তাকে খুঁজেছি বহুটা কাল---
দেখা মেলেনি!

এতো ঝঞ্ঝা, এতো প্রলোভন, প্রহসন, প্রতারনার সুনিপুণ বিনুনি... 
ক্ষিপ্ত, ক্ষুব্ধ দিনের শেষেও, বেঁচে থাকার আকুতি
ঠিকই দীপ জ্বালায় দীর্ঘশ্বাসের সান্ধ্য দাওয়ায়
হয়তো এ কারণেই খুপরির এক কোণে সারাক্ষণ  মাথা উঁচিয়ে থাকে এক আতঙ্ক!
কিন্তু ভালোবাসা!?---
নেই!---

আমার কী মনে হয় জানো?---
আমার ঠিকঠিক মনে হয়
জোড়া সারস এই পৃথিবীকে যতোটুকু ভালোবাসতে শিখেছে, যতোটুকু সহমর্মিতা---
আমরা মানুষেরা তার কাছাকাছি আসতে আসতেই, আবার ফিরে গেছি অনেকটা পথ!---

তাই বলছিলাম---
চলো, আগে অরণ্যের কাছে যাই
বৃক্ষের বাকলে কান পেতে তার কান্না শুনি
তার উচ্ছ্বাসকে ধারণ করি

তারপরেই না হয়!?---

নভেম্বর ১৪, ২০২২
ফরিদ তালুকদার
টরোন্টো, ক্যানাডা