অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আমিই না হয় মরি খুঁজে - মুহাঃ হাবিবুর রহমান

গোকুলে মরেছে আমার গন্ধ বিবাগে বিরহ রাগে
সেই বেদনায় হৃদয় পল্লব হারায়ে বিষাদের ঢেউ জাগে
তৃষিত মনের গভীরে বিপন্ন ভাবের অবসান তাই দিশেহারা
সেই থেকে আজও হারায়ে খুঁজি বেলা অবেলা পাগল পারা
হারা মানিকের খোঁজে কতো বেলা যায় কেটে সে খবর কে রাখে
প্রভাতে অরুনোদয়ের রবির কিরণ জন্মান্তরে বয়ে চলে শাখে শাখে
কি কথা 
কি ব্যাথা 
জানিনা, জানেনা তাই কানাকানি বাতাসে বাতাসে শুনি সেই ধ্বনি
উদ্ধ গগনে বাজে মাদলের সুর হিমবাহে নিয়ে যায় করে টানাটানি—
অনুরাগে কাছে টেনে আনে 
পরশে পুলকিত হৃদয় অঙ্গনে
দূর পরবাসে ছড়ায় মুগ্ধতা, সে আমার জন্য নয় তা জানি
সব শেষের অতল গহীনে শুধুই কেবল অজানার হাতছানি
রুদ্ধ শ্বাসে ছুটি অবিরাম, পিছু পানে ছায়ার মতো আসে অদৃশ্য লোকের কিছু
তারি মাঝে শুনি পাতা ঝরা বেদনা মাখা গান এখানে নয় অন্য খানে উপর কিংবা নিচু,
হাসি আর কাঁদি
ছেড়ে দিয়ে বাঁধি
সে আমার অহংবোধের প্রকাশ বুঝি নিজের মতো করে
যে গেছে সুদূরের পারে কেমনে বাঁধিব নিজের তরে রাখিব ধরে,
চকিত চাহনির মাঝে বিলিয়েছি ভবিষ্যৎ সে যাতনা মধুর হয়
আজ তাই ভাসিয়েছি নাও মনে নেই কোনো ভয়,
সখি খুঁজি তারে শরতে হেমন্তে শীত বসন্তের বেলা
নাই নাই নাই ধরার মাঝে, দূর দিগন্তে ওপারে ভাসলো ভেলা,
কতো দিন কতো রাত
ভাবনারা হলো কুপোকাত 
যে যায় সে কি ফেরে? ছায়া রাখেনা স্মৃতির মণি কোঠে এক রত্তি
নাই মানে বিলিন হলো জানা অজানা সব সত্যি,
তাই বলি গোকুলে মরেছে যদি বোঝ নাও বুঝে
তোমাদের সব তোমাদের থাক আমিই নাহয় মরি খুঁজে।  

মুহাঃ হাবিবুর রহমান
নওয়াবেঁকী, শ্যামনগর, সাতক্ষীরা।