রঞ্জন ভট্টাচার্য-এর দু'টি কবিতা
১. নিত্য ধান বানে
আমার মন পাখিকে বুঝাই কত
সে তো বুঝ নাহি মানে
সব বুঝেও না বোঝার ছলে
সে তো নিত্য ধান বানে।
ও ধানে হয় না কোন চাল
না পারে ধরতে তরীর হাল
মাঝ ধরিয়ায় বয়েই চলে
চেয়ে আকাশ পানে।
জীবনটা যে ভেসে গেছে
খড় কুটোরই মতো
আসছে জীবনে ভাসছে তত
কলার ভেলার মতো।
নয় সে ডোবা নয় রে পুকুর
সে এক মস্ত বড় নদী
কী হয়েছে জীবন স্রোতে প্রশ্ন করো যদি
উত্তর তুমি পাবে না হায়!
সে তো সদাই ধান বানে...
২. ছাই
তুমি আসবে বলে
প্রদীপটা এখনো জ্বলছে
তোমারই কথা ও'ই মাঝে মাঝে
কিছু যেন কিছু বলছে।
চলে গেলে তবু বললে না কিছু
আসবে ফিরে আসবে
নিভু নিভু সেই প্রদীপ বলল
ফিরে এসে ভালো বাসবে।
হাসি হাসি মুখ মনে বড় দুঃখ
হায় রে প্রদীপ হায়!
তোকেই বলি এমনি করেই
অকালে যে দিন যায়।
সময়ের সাথে প্রদীপের মত
অকারনে জ্বলে যাই
ফুরোলো সময় জীবনটা ক্ষয়
বয়ে যাই শুধু যাই।
রঞ্জন ভট্টাচার্য
কলকাতা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
25-01-2023
-
-