কে কোথায় দাঁড়িয়ে? -দেওয়ান সেলিম চৌধুরী
এই পৃথিবীতে দুইটি শব্দ বহিতেছে দ্রুতবেগে
একটির উপর বিধাতার চেয়েও, বিশ্বাসী রয়েছে রেগে।
দুই দিগন্তের দুইটি শব্দ আস্তিক আর নাস্তিক
বিধাতা ছাড়া কে দেবে উত্তর, কে ঠিক কে বেঠিক?
বিধাতা নিরাকার, তবুও আরশ তাঁর খুবই দরকার
রোজ হাশরে আট ফেরেস্তা বহিবে আরশখানি তাঁর
এ কেমন আরশ, যে বহিছে বিধাতার ভার?
বিধাতাকে শ্রদ্ধা করে যারা বলে, পূরাণ কাহিনী মানিনা,
পূরাণের মূল্যায়ন বিধাতাকে নিয়ে কতটুকু ঠিক জানিনা।
বিধাতাকে জড়ায়না যারা দূর্বল ধর্ম্মের বেড়াজালে
অন্ধের মত ছুটেনা পিছে, কিছু না বুঝে, নৃত্যের তালে তালে
দেখিতে চাহেনা বিধাতা তার বাঁধা পরে আছে সংকীর্নতার জালে
সৃষ্টির পর থেকে আসা যাওয়া কত নামের কত বিচিত্র ঈশ্বর,
কেহই গড়িতে পারিলোনা কেন, ধর্ম্মের একক মজবুত ঘর?
কেন কোন ধর্ম্মই নেয়না মেনে, অন্য ধর্ম্মের ঈশ্বর
কেন ঈশ্বরকেই দিতে হলো, থেমে থেমে এত বিচিত্র বর?
এসব প্রশ্ন যারে বিব্রত করে, উত্তর জানেনা সঠিক
অন্ধভাবে কোন কিছুকেই নেয়না মেনে, তারাই নাস্তিক।
আর বিধাতার ক্ষমতার খর্ব দেখিয়া গর্ব করিছে যারা
হাসিমুখে মেনে নেয় শয়তানের কাছে মাঝে মাঝে বিধাতার হারা।
আদম সৃষ্টি লগ্নে ফেরেস্তাও ধরায়ে দেয় বিধাতার ভুল
মহাপ্লাবন দিয়ে বিধাতাও করেন তাঁর ভুলের মাশুল।
আদমের যতটুকু জ্ঞান, সে তো গন্ধমের হাত ধরে শয়তানের দান
জ্ঞানের কারনেই আদমকে হারাতে হলো নিজ জন্মস্থান।
বিধাতার একমাত্র স্বপ্ন মুহূর্ত মাঝে হলো খানখান
বিধাতার নিজস্ব রাজত্বে, বিধাতাও পায়নি পরিত্রাণ।
যারা বারে বারে উচ্চস্বরে শুধু শয়তানের দোষ ধরে,
বিধাতাকে ভালোবেসে অবশেষে, বিধাতারই ক্ষমতা খর্ব করে
যারা ক্ষণে ক্ষণে হেরে যাওয়া বিধাতাকে লয়ে করিছে হট্টগোল
তারাই আস্তিক, খুঁজিয়া ফিরে নাস্তিকের ভুল।
সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা।
-
ছড়া ও কবিতা
-
24-02-2023
-
-