ফরিদ তালুকদার-এর দু'টি কবিতা
#মাথা উঁচু ফজর আলী
সেলামপুরে বাস আমার
শস্যের আকাল অন্ধকারেও মায়াভরা একটুকরা ঘর
হৃদয়ের অতসীকে ছুঁয়ে ঈশ্বর নামেন কখনো চন্দ্রপুরী থেকে
বুকের দামামায় স্বপ্ন মন্দ্রিত এক সকালে ঊষা ডেকে বলে---
আজ না হলেও কাল তো হবে
প্রতীক্ষা আমার থামে না!
পথে পথে কুর্নিশে কুর্নিশে মাথা আমার হেঁট হয়ে আসে
বেদনাকে মুছে দিতে নিঃশ্বাস আমার প্রকট বাজে রাতের গহীন দাওয়ায়
কেবল তখনি আমি মাথা উঁচু করে তাকাই
আকাশ পানে, শুধুই আকাশ পানে
একটি নক্ষত্র তখন হারিয়ে যায় শেষ নিশার চক্রবালে
আমি ফজর আলীর তাতে কিছুই যায় আসে না, কিছুই না
তবুও আমি নিয়ম ভাঙি না
মাথা উঁচু নিজেকে দেখার এই-ই যে আমার একমাত্র অবসর
এই-ই তো শুধু খোলা, শান্তনার একমাত্র দুয়ার!
বিদ্রোহের কফিন বুকে!!
#রূপসী কান্নার দিন
তুই, সে, তারা, কেউ নয়, কারোর কাছেই নয়
এই আত্ম সত্ত্বায়ও নয়
এ হৃদয়ের কোথাও কোনো শাশ্বত বন্দর নেই!
প্রাচীন দুঃখ ভুলে সাগরের গর্ভথেকে জেগে উঠে দ্বীপ, দেখে স্বর্ণালি ভোর
একটি কাক তবু ডেকে ডেকে সাথীরে খুঁজে যায় নিরন্তর
কোনো এক বংশীবাদকের বিরহী মনন তুলে আনে সহস্র বছরের পুরনো কান্নার সুর!...
জানি স্মরণের কোনো মাত্রা নেই
আমাদের হৃদয়ে কোনো কিছুরই কোনো মৃত্যু নেই!
গতকালটাও হঠাৎ কেমন প্রাগৈতিহাসিক মনে হয় আজ
আমি তন্ন তন্ন করে খুঁজি নিবন্ধিত রোদের আলোয়,
সুরভিত প্রকৃতির পঞ্চায়েতে আমাদের সেই মুখর প্রণয়!
এক হৃদি প্রান্তর, সে তো সুদূর অসীম---
তবু যদি কেউ নিয়ে আসে ফুল,
সে হবে এক রূপসী কান্নার দিন!!
ফরিদ তালুকদার
টরোন্ট, কানাডা
-
ছড়া ও কবিতা
-
26-02-2023
-
-