অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শীতল চট্টোপাধ্যায় এর দুইটি কবিতা

বৈশাখী মালা
মানুষের মতো একই ভুল
বৈশাখেরও!
মেঘটাকে সঙ্গে নিতে ভুলে গেছে৷
কিন্তু ভুল হয়নি
রবীন্দ্রনাথকে সঙ্গে নিতে৷
রবীন্দ্রনাথের অবিন্যস্ত
চুল - দাড়ির মতোই রূপ তাই
বৈশাখের৷
দিন - মাস নয়,
বৈশাখ - চৈত্র নয়,
প্রতিদিনের নতুন রবীন্দ্রনাথে আসে
প্রতি বৈশাখ,
বৈশাখের বয়স পঁচিশ দিন হলেই-
সেদিন একটা বৈশাখী মালা-
বৈশাখ পরিয়ে দেয়
রবীন্দ্রনাথকে৷

মনের ঘাম
বিতা ফলাতে-
ঘাম ঝরে মনের,
বুকের ভেতর কবিতা ক্ষেতের মাটি
এফোঁড় - ওফোঁড় হয়
ভাবনা ফালে৷
নিঃশব্দের কষ্ট -যন্ত্রনা সইতে -সইতে,
জগৎ থেকে জগতে,
জ্ঞান থেকে জ্ঞানে,
চাওয়া থেকে চেয়ে ওঠায়,
হয়তো - বোধহয়ের অস্পষ্টতায়
এক আকৃতি ছোঁয়!
তারপর , আরও অনেকটা সময় পেরিয়ে,
দ্বিধা মুক্তের সাহস সঞ্চার করে,
যাকে কবিতা বলে ডাকার
সাহস পায় কবি৷

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ