অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জাহিদ হাসান এর দুইটি কবিতা

১) অভিযুক্ত শহর 
মার শহর আলোক ঝলমলে শহর 
আমি কখনই আঁধার দেখিনি
দেখিনি আলো নিভে যেতে।
অথচ দিনের শেষে সূর্য আড়ালে লুকায়
মেঘে ঢেকে যায় চাঁদ…
ধুলোমাখা উষ্ণ বাতাসে আহত হয় জোনাকি,
ঝড়ের পূর্বাভাসে বিদ্যুৎ বিভ্রাট।
তবুও আঁধার দেখিনা….স্বচ্ছ অনেক স্বচ্ছ দেখি,
এতোটা স্বচ্ছ দেখি যে….অতিক্রান্ত পথ,
পরিস্থিতির সৃষ্ট দৃশ্য, চারপাশে চিত্রিত স্মৃতির কায়া,
মুখ ও মুখোশ অনায়াসেই দেখতে পাই।
অথচ আঁধারকে রাজত্ব দিয়ে সূর্য এখন আড়ালে,
আহত জোনাকিরা আলিঙ্গনে ব্যস্ত ধূলিকণার,
চাঁদ ও তারারাও ব্যস্ত মেঘের পরশে রূপচর্চায়।
তবুও আঁধার নেই…পুরো শহর সজ্জিত উষ্ণ বাতাসে ওড়া জোনাকির ভাঙা পাখায়....আলোকিত অভিযুক্ত শহর কম্পিত ঘরে জ্বলা অগ্নিশিখায়।

২) অভিশপ্ত আমি 
খনই কারো প্রিয় হতে পারিনি…
পারিনি কারো নির্জন নীরবতায় মনে উঁকি দেওয়া কেউ। ভাবনার উৎস স্বপ্নের সঙ্গী অথবা রূপ সজ্জার কৌতূহলে আয়নাতে জলছাপ।
হতে পারিনি আড়ালে থেকেও কম্পনে মিশে থাকা কেউ।

কখনই কারো প্রিয় হতে পারিনি….
পারিনি ভোরের জানালায় বাতাসের নাড়ায় শিশিরে সৃষ্ট ছবি হতে। আধবোজা চোখে ঘোলাটে কায়া অথবা হঠাৎ স্মরণে হাসির কারণ।
পারিনি কারো লুকোচুরি চিঠির প্রাপক  হতে। 

কখনই কারো প্রিয় হতে পারিনি….
পারিনি কারো উৎসব মুখোর আনন্দ ক্ষণের সঙ্গী হতে। সুখে ভাসা চোখের আলো অথবা ভীড় কাটিয়ে দেখতে আসার ছলনা।
পারিনি কারো হৃদয় ছোয়া স্বপ্ন বৃত্তের কেন্দ্র হতে।
অথচ স্বপ্নের রঙে ভাবনার সাজ প্রতিনিয়ত
কিন্তু পূর্ণতা নেই সজ্জিত স্বপ্ন ভাবনাতেই সমাপ্ত।
কারণ…আমি ভীষণ বেমানান, ধনীর শহরে মধ্যবিত্তের অভিশাপে অভিশপ্ত।

জাহিদ হাসান 
রংপুর, বাংলাদেশ