অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জয়দেব বেরা-র প্রেমের কবিতা

১)  নোনা জল
ভালোবাসা গুলো এখন
কেবল নোনা জলে আবৃত।
কেউ এই নোনা জলের দাম দেয় না,
বালিশের এক কোনে তুমি দেখতে
পাবে এই নোনা জলের সমুদ্র।
রুমালের ভাঁজেও এই নোনা জল 
জমে,মাঝে মাঝে নদী হয়ে বয়ে যায়।
সত্যি! ভালোবাসা গুলো আজ
নোনা জলে আবৃত!

২) স্বপ্নেও  ভ্যালেন্টাইন
জও আমি মাঝে মাঝে প্রেমিক বেশে
বসে থাকি সেই কৃষ্ণচূড়া গাছের তলায়।
যেখানে তুমি হটাৎ এসেছিলে বসন্ত ঋতুর
মতো সেজে,মুখে এক সাগর হাসি নিয়ে।
কিছুক্ষণের মধ্যে মনে হল, আমি এক পলকে
পুরো প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম।
বিকেলের প্রেমের বাতাসে তোমার খোলা চুল
গুলো আমার মন কে এলোমেলো করে দিয়েছিল।
কৃষ্ণচূড়া ফুল গুলো তোমার প্রেমে পড়বে
বলে, তোমার উপর পুষ্প বৃষ্টি হয়ে পড়েছিল।
তোমার চোখের দিকে বেশি তাকাতেই পারিনি,
প্রেমের নেশায় মোহিত হয়ে পড়েছিলাম।
তোমার শাড়ির ভাঁজে ভাঁজে যেনো মায়া
লুকানো ছিল, যা আমায় আজও আকর্ষণ করে।
হটাৎ তুমি যেনো কোথায় হারিয়ে গেলে,
স্বপ্নটাও ভেঙ্গে গেলো, ভোর হয়ে গেছে।

৩)  মনের রাজধানী এক্সপ্রেস
মনের রাজধানী এক্সপ্রেস টি দাঁড়িয়ে
গেছে, তোমার আলতো হাসির প্ল্যাটফর্মে!
আমার রাতের স্বপ্ন গুলো ভেসে বেড়ায়
তোমার নেশাসিক্ত চোখের আকাশে।
বসন্তের সব সৌন্দর্য যেনো 
তোমার উষ্ণ ঠোঁটে এসে মিশে গেছে।
মনের অনুভূতি গুলোও, তোমার চুলের
মতো প্রেমের নেশায় এলো-মেলো হয়ে গেছে।
বৃষ্টি ভেজা তোমার মুখের সৌন্দর্য গুলো
দেখবো বলে চাতক পাখি হয়ে বসে থাকি।
এই সৌন্দর্যের সিগন্যাল দেখে, আজও
মনের রাজধানী এক্সপ্রেস টি দাঁড়িয়ে আছে।

৪) প্রকৃতি ও নারী
প্রকৃতি ও নারী একেই 
প্রেম সাগরে ভাসে-
তাই তো সবাই হারিয়ে যায়
দু'জনকেই ভালোবেসে।
পুষ্প-নদী-ঝরনা-পাহাড়
যেমন প্রকৃতির অলংকার,
তেমনি চুলের সৌন্দর্য, ঠোঁটের কোমলতা, হাসি,
গালের টোল,চোখের গভীরতা নারীরও বাহার।

প্রকৃতি ও নারী যেন প্রেম সাগরে মিশে একাকার
কবি হয়ে মনের খাতায় আঁকি দু'জনের আকার।

৫)  সত্য প্রেম
তুমি যদি মৃত্যুর প্রেমে পড়ো,
দেখবে সেই প্রেম তোমায় ছাড়বে না।
মৃত্যু কে যদি তুমি এক বুক ভালোবাসো,
মৃত্যুও তোমায় এক সাগর ভালোবাসবে।
মৃত্যুর মতো এত সুন্দর, এত স্নিগ্ধ, এত সত্য-
এই মায়ার সংসারে আর কিছুই নেই।
মৃত্যু হল সেই - যে প্রেমিকও নয়, প্রেমিকাও নয়
মৃত্যু হল এক, চরম সত্য ও বাস্তব অনুভূতি!
এই প্রেমের যে কি আনন্দ, কি নেশা-
যা কেবল নিজের সত্ত্বা-ই জানে।
আমিও মৃত্যুঞ্জয় হয়ে তোমায় ভালোবাসতে চাই
তুমি আমার সেই প্রেম, যে আমাকে আজও ভালোবাসো।

জয়দেব বেরা
কলকাতা, পশ্চিমবঙ্গ