হারানো দিনগুলো - মোঃ মহিবুল ইসলাম মহিন
কোথায় হারিয়ে গেল, সেই সোনালী দিনগুলো!
সকাল সকাল ঘুম থেকে উঠে,
একসাথে ভাই বোনদের পড়তে বসা,
পড়াশেষে পায়ে হেটে দলবেধে স্কুলে যাওয়া,
স্কুল থেকে ফিরে বই খাতা রেখে,
বন্ধুদের সাথে মাঠে খেলতে যাওয়া।
ঠিক সন্ধ্যে নামার পূর্বে,
বাড়ি ফিরে আপন মনে,
হারিকেনের মিটিমিটি আলোয়,
উচ্চস্বরে পড়তে বসা।
ঠিক আটটা বাজার পর,
বেতারের ঐ দূর্বার অনুষ্ঠান শুনে,
মায়ের হাতের রাতের খাবার খাওয়া।
কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো!
দুই টাকার হলুদ খামে,
লক্ষ্য টাকার আবেগ জড়ানো চিঠি,
বড় আপার ঠিকানায় পাঠানো।
কখন আসবে বুবু বেড়াতে বাড়ি,
অধির আগ্রহে পথপানে চেয়ে থাকা।
কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিনগুলো!
একসাথে নানা বাড়ি গিয়ে,
মেঝেতে বেড পেতে একসাথে শোয়া।
সবায় একসাথে মোবাইল বিহিন,
হৈ-হুল্লোড়ে মেতে থাকা!
আ-হা! কতই না মধুর ছিল,
সেই সোনালী দিনগুলো!
মোঃ মহিবুল ইসলাম মহিন
কাটলা হাট, বিরামপুর, দিনাজপুর,
বাংলাদেশ।
-
ছড়া ও কবিতা
-
10-06-2023
-
-