তপন কুমার বৈরাগ্য এর দুটি কবিতা
১) মনে লাগে বেশ
ভোর না হতেই পাখি ডাকে
শুনতে লাগে বেশ,
শস্য শ্যামল তোমার আমার
মধুর বাংলাদেশ।
ফুল ফোটে ওই বনে বনে
দুঃখ করে দূর,
ভালোবাসা জেগে ওঠে
তোলে প্রাণের সুর।
মলয় বাতাস বহে যখন
তখন জাগে প্রাণ,
এসো ধরি মধুর সুরে
বাঁচার একটা গান।
নদী যখন কল্লোলিনী
ঘোচে দ্বন্দ্ব ভার,
অকারণে ঝগড়া বিবাদ
করো না কেউ আর।
এই প্রকৃতি নয় বিবাদে
চারিদিকে সাজ,
মানুষ হয়ে প্রীতির ফুলে
ভরো হৃদয় আজ।
২) বর্ষাকালে
বর্ষাকালের আকাশখানি
মেঘমেদুরে থাকে ঢাকা,
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সৃষ্টি দিনের ছবি আঁকা।
বর্ষাকালে রিমিঝিমি
শীর্ণ নদীর বুকে ধারা,
ব্যাঙেরা রয় ডোবার ধারে
মিলনগানে পাগলপারা।
বর্ষাকালে টাপুর টুপুর
গ্রামের পথে চলতে বাধা,
মেঘেরা সব ছুটে চলে
দুই চোখেতে লাগায় ধাঁধা।
বর্ষাকালে তালে তালে
গল্পগাথায় উঠি দুলে,
কদম বকুল ঝরে পড়ে
কেয়া থাকে নদীর কূলে।
বর্ষাকালে মলয় বাতাস
সুর তুলে দেয় সবার প্রাণে,
কৃষক থাকে মাঠে মাঠে
মাঠ ভরে যায় কচিধানে।
তপন কুমার বৈরাগ্য
সাহাজাদপুর
নাদনঘাট
পূর্ববর্ধমান
ভারত
-
ছড়া ও কবিতা
-
10-07-2023
-
-