অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
মানুষের বেড়ে উঠা - দেওয়ান সেলিম চৌধুরী

কারা ছিল তারা অরণ্যে দিশে হারা
দু’পায়ে ভর দিয়ে মানুষের মত খাঁড়া?
একটা সময় ছিল, তারা ছিল বুদ্ধিহীন প্রাণ
গহীন অরণ্যে নিজের অস্থিত্ব নিয়ে নিজেই হয়রান।
অনেক অনেক পরে, ধীরে ধীরে বুদ্ধি বেড়ে 
তারাই হয়ে উঠে হোমোসিপিয়ান।
তাদের মাঝে যারা ছিল কিছুটা শক্তিবান
তারাই নিয়ে এলো চিন্তা চেতনায়, মানুষের ভগবান।
শিলাবৃষ্টি, বজ্রপাত, সূর্যাস্ত অথবা সূর্যগ্রহণ
বিকট শব্দে আকাশে চমকানো বিদ্যুৎ, জানেনা কারণ।
তাই অজানা আশংকায় কেঁপে উঠে মানুষের মন।
শক্ত করে আঁকড়ে ধরে দেবতারে, মঙ্গলের প্রয়োজনে
ধীরে ধীরে সাহস পেলো, শক্তি এলো মনে।
এভাবেই পরিচিত হওয়া, অগুনিত দেবতার সনে।

অনেক যুগের পর, আবারো উঠিলো নূতন ঝড়
বহু দেবতা ছেড়ে বেঁছে নেয়া চাই একক ঈশ্বর।
একক ঈশ্বর ফেলিলো নোঙর আরব সাগর তীরে
সবদিক ছেড়ে এখানে আসিয়া, মহামানবের ভিড়ে।
সিনাই পর্বত থেকে একেবেঁকে নির্জন গুহায়, যতটুকু দেখা যায়
মানুষের সাহায্য ছাড়া ঈশ্বরও নিরুপায়।
আজো ঈশ্বরের শ্রেষ্ঠত্ব নিয়ে চলিছে লড়াই, মানুষের মনে
কত রক্তের বিনিময়ে শ্রেষ্ঠত্ব কুড়ানো, ঈশ্বরই শুধু জানে।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা