অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
বিষে ভরা বাষ্প - সাবরিনা তাহ্সিন

বাতাসের নিজস্ব কোনো রঙ নেই 
যদি থাকতো ,তবে হয়তো 
দৃষ্টিতে ধরা দিতো নর্দমায় জটপাকানো বায়ুর মিশেল।
মুক্ত-নিঃশাসে ভরা  
নির্মল হাওয়ার সাক্ষাৎপ্রাপ্তি 
হওয়াটা যেন বড়ই কঠিন! 
নরম -কোমল মৃত্তিকাকে 
যখন চতুষ্কোণ ছাঁচে 
ইটভাটায় গলানো হয় ,
তখন নির্গত কালো ধূম্রজাল 
বাতাসের অস্তিত্বের সাথে মিশে যায়।
ধূলি কণা কিংবা তার থেকেও ক্ষুদ্র জীবাণু 
ঘূর্ণী হাওয়ার পাক খেতে থাকে।
শকট যান থেকে নিঃসরিত 
কার্বন কুন্ডলী যেন 
নিমেষেই মিলিয়ে যায় বাতাবরনের আবেশে।
সিগারেট থেকে নিকোটিনের 
কালো ধোঁয়ার মতো বিষাক্ত ছোবল 
বায়ুপূর্ণ চারদিকের পরিমন্ডলকে 
করে তোলে দুর্বিষহ ।
বাতাসের প্রকৃতিতে একেক রকমফের 
কখনো বাতাসে থাকে উষ্ণতার নিবিড় পরশ,
কখনও বা ছুটে চলা ট্রেনের গতিবেগে 
শো শো ধ্বন্যাত্মক ছন্দে ,
ধরা দেয় সমীরণের পূর্ণ অবয়ব।

সাবরিনা তাহ্সিন
ময়মনসিংহ, বাংলাদেশ