প্রতীক্ষিত প্রণয় - কাজী মাসুদ
বহু জনম ঘুরে জন্ম জন্মান্তরে
খুঁজেছি তারে;
আ্যসেরীয় মিশরীয় হয়ে
বহু বিপন্ন সভ্যতার
ধূসর প্রত্ন নগরে
বিবর্ণ ঝরা পাতার গন্ধ টেনে
বিধূরে স্মরেছি বিস্মৃত তারে।
অবশেষে, দেখিলাম তারে-
তেপান্তরের অবারিত বুকে
শ্যামল বনের গুচ্ছ খোপায়
প্রণয়ি লতার লাজুক নোলকে
চেয়েছে সে সিক্ত অপলকে;
যেন বহু অবিশ্রান্ত রাত
প্রতীক্ষার প্রহর পেরিয়ে-
পূর্ণিমার ঝর্ণা প্রভায়
জ্যোৎস্না স্নান শেষে -
মহুয়ার সুরভি মেখে-
ভেঙেছে মাধবী'র অভিমান।
আজি তাই-
ঝিঁঝিঁ'র গুঞ্জনে মাতে
বাদুড়ের লুকোচুরি।
জোনাকির দিপালি রাঙে ধূসর ঝাউবন।
কুয়াশার মৌনতা ভেঙে জাগে সূর্য;
তখন, ঘাসের শীষে-
শিশিরের দীপ্তি হয়ে-
দেখেছি তারে হাসতে।
কখনো-
পত্র ঝরা বাসন্তী'র কুহু কুহরনে।
ফেরারী ফাগুন কাননে।
জৈষ্ঠ্যের মৌবনে -
ভ্রমরের মৌতানে।
ঝরা বকুল তলে-
স্বপ্নবৎ কিশোরীর স্নিগ্ধ নয়নে;
শ্রাবণ সাঁঝের বিধূর মৌনতায়।
কাশের আঁচল ছুঁয়ে-
শারদ মেঘের শুভ্র বেদনে।
হেমন্তের সোনালী প্রাতে-
নবান্নের প্রসন্ন সৌরভে।
শাপলা-শালুকের সজল প্রেমে-
মাছরাঙা ফিঙের নৃত্য-হরষে।
কখনোবা-
রুপালি নদীর বাঁকে-
বটের ছায়ায় গোধূলি বেলায়
রাখালি বাঁশির উদাসী মায়ায়।
প্রেয়সীর তৃষিত,সরস হিয়ায়-
হে প্রেম, দেখেছি তোমায়।।
কাজী মাসুদ
যশোর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
19-01-2024
-
-