বিকাশ চন্দ্র মণ্ডলের কবিতা
১) স্বার্থের দুনিয়া
চাই সুঠাম শরীর নীরোগ দেহ
জগৎ সংসারে যেন আপন নয় কেহ।
নিজের কাজ নিজেকেই করতে হবে
নইলে তোমাকে আত্মঘাতী হয়ে মরতে হবে।
সংসারে উজাড় করে দিতে পারলে
তুমি হবে দেবতুল্য সবার ভালো।
স্বার্থের দুনিয়ায় স্বার্থসিদ্ধি হলেই কাটতে চায়
প্রকৃত অর্থে তা ভালোবাসা নয় অভিনয়।
ওরাই তোমায় প্রশ্নবাণে জর্জরিত করবে
যাদের জন্য তুমি ভালো কিছু কাজ করবে।
শত দোষে দুষ্ট স্বয়ং দয়ার সাগর বিদ্যাসাগর
বলে গেছেন তুমি কারও উপকার করেছো?
তাহলে তোমাকে তো গালমন্দ শুনতেই হবে।
বোঝা বওয়ার ক্ষমতা তোমার চাই-ই চাই
মাথায় বোঝা তোমাকে বইতেই হবে ভাই।
২) দান - ধ্যান
ভিখারিনীকে দূর থেকেই তুমি ছুড়ে দিলে
আস্ত চকচকে একটা মাত্র ষোল আনা।
মন্দির নির্মাণে দেওয়াল গাত্র ফলকে নাম
লিখাবে বলে হাজার টাকা দিতে নেই মানা।
দুর্গা পূজোয় বা কনকনে শীতে বস্ত্র হীনে
যদি করো বস্ত্রদান বাড়ায় মোদের আত্মভিমান।
রক্ত দান, অঙ্গদান, মরনোত্তর চক্ষু দান
নয়তো কিডনি দানে অনেকেই বাঁচায়েছে প্রাণ।
শিক্ষা দান, বিদ্যা দান, আত্মজা কন্যাদান।
অন্ন সত্রে অন্ন, জল সত্রে ভেজা ছোলার
সাথে ভেলি গুড় সহযোগে শীতল জল দান।
ব্রাহ্মণ বিদায়ে করলে বুড়ো হাবড়া গো দান
দাতা যে অযাচিত পুণ্য পান, দাতা চির জীবতু।
সহজ পাঠের সহজ ভাষায় কবির লেখায়
" আদ্যনাথ বাবু বড় ভালোলোক
দান - ধ্যানে পুণ্য কাজে তার মন।
বিকাশ চন্দ্র মণ্ডল
গদীবেড়ো, রঘুনাথপুর
পুরুলিয়া
-
ছড়া ও কবিতা
-
22-02-2024
-
-