নিয়তির পরিহাস - দেওয়ান সেলিম চৌধুরী
কত দেবতায় পূর্ণ ছিল তব গৃহখানী
কত ভক্ত দিয়েছে আরতি, ফুল ফল সব আনি।
পায়ে হেঁটে হেঁটে রৌদ্র তাপে
অনিদ্রা অনাহারে
তব গৃহে ছুটিয়া আসিতো
সব ফেলে বারে বারে।
কত অনুযোগ, কত অভিযোগ
হৃদয়ে রাখিতো পুরে।
দেবতাকে শুনাবে সবটুকু তার
চারিপাশে ঘুরে ঘুরে।
ভক্তের ভীড়ে চরণ ছোঁয়া
সেও ছিল দূর্লভ
কেবল দেবতা জানিতো কার মনে
আছে কিযে সব।
সবার ইচ্ছা করিয়া পূরণ
দেবতা কিনেছিল মানুষের মন
নইলে কেন ফিরে ফিরে আসা
তব গৃহে অকারণ?
কবে কখন, কোন সুযোগে, তব গৃহমাঝে
দেবতা পাতিলো আসন
তুমিই বা কেন নিয়েছিলে মেনে
বুঝিনা কি কারণ?
তুমি নির্বিকার। মানুষ শক্তিবান।
তোমার পক্ষ ধরে, দেবতা শূন্য করে
তোমার গৃহখানী, তোমাকেই করে গেলো দান।
আজ দেবতারা নেই, হয়তবা রেখে গেছে
অহেতুক নীরব দীর্ঘশ্বাস।
মানুষ কেবল বদলে নিয়েছে
মানুষের পুরানো বিশ্বাস।
মানুষের তাতে হয়নি কোন ক্ষতি
শুধু দেবতারই সর্বনাশ।
বিশ্বাসের আয়ূ মানুষের হাতে
নিয়তির পরিহাস।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
10-03-2024
-
-