অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সৃষ্টি ও সৃষ্টি - শীতল চট্টোপাধ্যায়

সৃষ্টি ও সৃষ্টি,
চোখ সঁপেছি মন সঁপেছি
শুনতে, বলা সব সঁপেছি,
সাধন-ভজন করতে তোমার
মন মাটিতে বীজ রোপেছি।

কাব্য ও কাব্য,
ধন ফেলেছি পণ বেঁধেছি
তোমায় খোঁজার পথ বেঁধেছি,
অধরাকেই ধরা ভেবে
তোমায় রাখতে ঘর ফেঁদেছি।

শব্দ ও শব্দ,
ধরার জন্য জাল বুনেছি
তোমায় পেতে দিন গুনেছি,
শব্দ ছবির ঠোঁটের থেকে
কণ্ঠ ধ্বনি ঠিক শুনেছি।

পদ্য ও পদ্য,
পথিক হয়ে রোজ খুঁজেছি
পেয়ে পাওয়া তাও বুঝেছি,
পাওয়ার পথে তপ্ত রোদে
গা পোড়া দাগ সব মুছেছি।

ছন্দ ও ছন্দ,
পাতা পড়ার ক্ষণ দেখেছি
চোখে নদীর ঢেউ এঁকেছি,
ছন্দ পায়ের নূপুর ধ্বনি
শুনতে কাছে রোজ ডেকেছি।

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ