তপস্যা - ফরিদ তালুকদার
এক ভোর শিশিরের গল্পে কিছুই থাকে না
কিংবা-
চড়ুইদের ব্যস্ত গৃহস্থালি, সদ্য চোখমেলা কসমসের সাথে রঙিন ডানা প্রজাপতির কথপোকথন...
নাহ্, ওসব ভাল্লাগে না
ওগুলো তো সব নিত্য মামুলি বিষয়!
বরং রাহুর গ্রাসে পড়া চন্দ্রের দৃশ্য? হ্যাঁ, খুব বেশি প্রিয় আমাদের কাছে
শুধু চন্দ্র নয়, গ্রাসে পড়ে যাওয়া অনেকের অনেক দৃশ্যই আমাদের খুব ভালোলাগে
বাইনোকুলার চোখে বিভোর হয়ে দেখতে থাকি শেষটা অবধি!
আমরা অনুসন্ধিৎসু না হলেও বৈচিত্র্য পিয়াসী, এটুকু প্রাপ্য আমাদের দিতেই হবে!
স্বার্থে, সম্ভোগে, সংহারে, যৌনতায়...
বৈচিত্র্য আমাদের চাই-ই চাই
কারণ আমরা হ'লাম মানুষ
সৃষ্টির সেরা জীব!
বৈচিত্র্য ছাড়া চলে কি?
কল্পিত স্বর্গীয় সুন্দর কি কোনো নিত্য বিষয়?
তাহলে একঘেঁয়েমি তো ওখানেও অবধারিত!
জঞ্জাল যত্রতত্র, ঘোলাটে পরিবেশ, দাঙ্গা হাঙ্গামা, উচ্চাঙ্গ হিসুর স্রোতে আপন নিবাসকে দূর্গন্ধময় করা...
এসব না থাকলে কি ভালোলাগবে ওখানে?
এ পৃথিবীও কি একদিন তাহলে কল্পিত স্বর্গের মতো ছিলো?
আমরা মানুষরাই কি তাকে...?
আমি কবি নই, নই দার্শনিক
অতীত কিংবা ভবিষ্যৎ দ্রষ্টা, কিছুই না
বর্তমানের অশান্ত ঢেউয়ে শুধু ডুবি আর ভাসি
আর-
ঝুলিতে বিষাদী কিছু শব্দ নিয়ে শেষ যামিনীর নক্ষত্রের সামনে ভিক্ষুক হয়ে জাগি!
- হে, কে তুমি? মধ্য নিশীথে একা এমন পড়ে আছো কেন এই বিরান ভূমিতে? তুমি কি অসুস্থ? এই শুনছো?---
- আমি তপস্যায় ছিলাম। তোমরা কারা এভাবে আমার ধ্যান ভাঙলে?
- তপস্যায় ছিলে? এই ভাবে? কিসের? কার তপস্যা?
- ইশ্বরের। মানুষ তো তারই তপস্যা করে।
- মানুষ ঈশ্বরের তপস্যা করে না। অন্যকিছু পাওয়ার তপস্যায় ঈশ্বরকে মানুষ সহায়ক মাধ্যম হিসেবে নেয় শুধু! তা তুমি কিসের জন্যে ঈশ্বরের তপস্যায় মগ্ন?
- মানুষ ঈশ্বরের তপস্যা করে না!? তুমি তো আজীব কথা শুনালে?
- হ্যাঁ শুনালাম। তাই জিজ্ঞেস করছি তুমি কিসের জন্যে ঈশ্বরের তপস্যা করছিলে?
- মৃত্যুর পরে স্বর্গ লাভের জন্যে।
- ও..., তাই বলো। তাহলে তুমি স্বর্গ লাভের জন্যে তপস্যা করছো। আচ্ছা করো।
- কিন্তু তোমরা কারা তাতো বললে না?
- আমরা স্বর্গ থেকে ফিরে আসা একটা কাফেলা।
- স্বর্গ থেকে ফিরে আসা কাফেলা? কী বলছো? কেন এসেছো? ঈশ্বর তোমাদের তাড়িয়ে দিয়েছেন?
- না। বরং ঈশ্বরের কাছে অনেক প্রার্থনার পরে তিনি পৃথিবীতে আমাদের পুনরাগমন মঞ্জুর করেছেন।
- আমার বিশ্বাস হচ্ছে না! কেন এমন করলে?
- ওখানেও এখন এখানকার মতো মানুষের আধিপত্য, হিংসা-বিদ্বেষ, ধর্মে-বর্ণে, শ্রেণীতে বিভেদের খুবই বাড়াবাড়ি! তাই।---
- বলো কী!?...
ফরিদ তালুকদার
মার্চ ১২, ২০২৫
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
16-03-2025
-
-