কালপুরুষ - আহমদ সারওয়ারুদ্দৌলা
ড. মীজানূর রহমান শেলী-র (২ জানুয়ারি ১৯৪৩ - ১২ আগষ্ট ২০১৯) স্মৃতির প্রতি বিনম্রভাবে নিবেদিত হলো কবিতাটি
কালপুরুষ
ভুল পথ, ভুল কর্ম, সংশায়াকুল মনে যখন নীলাভ আমি
ঠিক তখনি হৃদয় স্পন্দে এলেন আপনি
সূর্যের নরম সোনালী উষ্ণতার মতো
ওম ধরে ভালোবাসতে শেখালেন।
যখন শৃঙ্খলিত বিচলিত পদচারণায় দিকভ্রান্ত
চকিতে থামিয়ে বলেন-
"দুর্দান্ত হাতে ধর হাল, সকল প্রতিবন্ধকতা ভেঙে
যেতে হবে তোমায় পথের সেই প্রান্তে
তপ্ত মরুর কষ্ট শামুকেরা খেলছে যেথা
সুখ-সুখ খেলা, সমাজ সংসার যেথা সরলতার রৌদ্রস্নানে
পূর্ণ সেই পথের প্রান্তে, প্রস্তুত হতে হবে তোমাকে"।
কখনও কখনও পৃথিবীর নিষ্ঠুর কলুষতায় আক্রান্ত হয়ে
বিপর্যস্ত এই আমার কাঁধে হাত রেখে
হৃদয়ের ক্ষুধার্ত চঞ্চুতে
শস্যদানার আবির্ভাবের মতো সাহস জুগিয়ে তিনি বলেন,
"এই মলিন ভগ্ন মনোরথ তোমাকে সাজেনা"।
আজ পার্থিব অবস্থানে নেই আপনি
হারিয়ে গিয়েছেন কোন্ অমৃতলোকে
তবু হে পিতৃব্য, নিটোল ভালোবাসার টানে
কোথায় যেন বেঁধে রেখেছেন আমার মন,
আর সেই বন্ধন
প্রতিটি পদক্ষেপেই আমায় এগিয়ে নিবে পৃথিবীর পথে।
আহমদ সারওয়ারুদ্দৌলা । ঢাকা
১০ সেপ্টেম্বর ২০১৯
-
ছড়া ও কবিতা
-
03-10-2019
-
-