অটোয়া, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালীর উদ্যোগে রিমেমব্রান্স ডে পালন- আশ্রম সংবাদ

আজ ১১ নভেম্বর ২০১৯, রিমেমব্রান্স ডে উপলক্ষে অটোয়াতে এই প্রথম কোন বাংলাদেশি কানাডিয়ান সংগঠন প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ কানাডিয়ান সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য কোন অনুষ্ঠানের আয়োজন করলো। আর এই আয়োজনটি করলো অটোয়া তথা কানাডার প্রথম বাংলাদেশি সংগঠন “বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালী” যার সংক্ষিপ্ত নাম ‘বাকাওভ’। প্রচন্ড তুষারপাতের মধ্যেও জনা পঞ্চাশেক বাংলাদেশি কানাডিয়ানদের উপস্থিতিতে উপস্থাপক রন মিলনারের উপস্থাপনায় সন্ধ্যা ৫-৩০ঘটিকায় স্থানীয় রিডো হাব কমিউনিটি সেন্টারে কানাডা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির শুরু করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের পরপরই প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মদানকারী সৈন্যদের প্রতি সম্মান জানিয়ে ২মিনিট নিরবতা পালন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের সাক্ষাৎকার সম্বলিত ৩০মিনিটের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ কানাডা এ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালী (বাকাওভ)-এর সভাপতি শাহ বাহাউদ্দীন শিশিরের শুভেচ্ছা বক্তব্যের পর  রিমেমব্রান্স ডে’র তাৎপর্য নিয়ে আলোচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত মিজানুর রহমান, কানাডিয়ান ফেডারেল সংসদের সংসদ সদস্য মিঃ চন্দ্রা আরিয়া, মিঃ জে জে সারি, আশেক বিশ্বাস, সুব্রত সরকার, মুস্তফা চৌধুরী, নাসিম সাঈদী, অমিতাভ স্যান্যাল, ও কবির চৌধুরী। আলোচকবৃন্দ রিমেমব্রান্স ডে নিয়ে আলোচনার পাশাপাশি “বাকাওভ” এর এই আয়োজনের জন্য কমিটির সকল সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁরা আশা করেন, ‘বাকাওভ’ সবসময় এভাবে কানাডা ও বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান নিয়ে সভা সেমিনারের আয়োজন অব্যাহত রাখবে। আর এই মহতী অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, বাকাওভের সহ-সভাপতি আনোয়ার খান, সাধারণ সম্পাদক ইছা রেজা, সাংগঠনিক সম্পাদক রীয়াজ জামান, কার্যকরী সদস্য মহসীন আলী, বাকাওভ সদস্য নাসরিন শশী এবং বাকাওভ সদস্য আলোকচিত্র শিল্পী তারেক আলী। 

অটোয়া, কানাডা