অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আত্ম-সমালোচনা - এম এ রফিক

কাল গেলো হেলায় ফেলায়,
দুপুর গেলো  বেশ, 
রাতের বেলায় শুয়ে ভাবি,
বেলা হলো শেষ!

হিসেব নিয়ে বসে দেখি সারাদিন ভরে,
আসল কাজই হয়নি করা,
সময় গেছে চলে!

ভালো ভালো কথা অনেক, 
হয়েছে শুধুই বলা,
কাজের কাজ তো হয়নি কিছু,
করেছি ছলা-কলা!

শৈশব কৈশোর ছিলাম ভালো, 
জানতাম না ছলা-কলা,
বড়ো হয়ে কথায় কথায়, 
কেবল মিথ্যা বলা!

পাপ-পুন্যেরই ধার না ধারি,
দিন তো চলছে বেশ,
হিসেব কিন্তু দিতেই হবে,
সময় হলে শেষ! 

অন্যকে দেই উপদেশ ভারী,
নিজের বেলায় নাই,
হারাম-হালাল নাই ভেদাভেদ, 
পেলে সবই খাই!

সৃষ্টি সেরা মানুষ জাতি,
তারই পরিচয়, 
মনুষ্যত্ব বিনে কি আর, 
মানুষ তারে কয়? 

নাট্যকারের নাটকে সবাই,
করে মিথ্যা অভিনয়, 
যদি না থাকে খোদা ভক্তি,
এবাদতে কি বা হয়?

ছলনা কি আর চলবে কভু, 
নামাজ-রোজা ধর্মরই?
কঠিন শাস্তি পাবে তুমি,
মন্দ যত কর্মেরই! 
ভদ্র লোকের লেবাশ ধরে
সাজো ভালো লোকটা বেশ,
কর্ম তোমার অনেক খারাপ, 
পাপের কোন নেই তো শেষ! 

চলবে না কোন ছলা-কলা  আর,
মিথ্যা নাটকের অভিনয়, 
অংগার হবে মাটির দেহ,
মাটির মাঝেই হবে ক্ষয়!

এম এ রফিক । মানিক নগর, ঢাকা