জানি - বিশ্বজিৎ সেনগুপ্ত (শ্রীসেন)
জানি প্রাক্তন হব একদিন
জানি জানি চিরদিন-
কে কবে নবীন!
তবু যতদিন আছি,আছি আজও মগ্নতা জুড়ে
সেই একাকার হয়ে থাকা অভ্যাসে
ভাষা-দিবসের স্মরণীয় অনুপলে
তবু কেন মনে হ'ল আজ-
এ জীবন এক অঙ্ক ভীষণ!
জানি জানি ভাষা আর অঙ্ক মিলেই জীবন!
এই অমোঘ জানা
সত্য যদি হয়-
আমিও তবে, একটা সংখ্যা ছাড়া
আর কিছু নয়!
তাহলে আমি, তুমি কিম্বা সে
এই সংখ্যাগুলো জুড়ে জুড়ে বড় হতে হতে
যে সমাজ-
তাও আসলে একটা সংখ্যা
বৃহত্তর ভীষণ!
সংখ্যা মানেই অঙ্ক- যোগ, বিয়োগ, গুণ, ভাগ!
যোগ শিখি আগে, জানি বিয়োগেরও সুখ আছে
শুধু যোগ আর গুণ ভালোবাসে যারা
ভাগের মর্ম না বুঝে,বিয়োগের অনভ্যাসে তারা
মানুষ বাড়ে
সংখ্যা বেড়ে যায়
স্থিরিকৃত সময় ফুরোলে ভাগফলে কেউ
বাকী যারা ভাগশেষে থাকে,থাকে
ভাজকের বেশে
অনিবার্যতায় সে বা তারাও
ভাগফল একদিন অবশেষে!
ফের নতুন সংখ্যা এসে,সংখ্যা বেড়ে যায়
অসমাপ্ত ভাগফল বড় হতে হতে
পড়ে থাকা ভাগশেষ
ভাজকের অপরূপ সঙ্গতে
জীবনের বর্তিকা তারা ছাড়া কে বা কারা জ্বালাবে বা বলো আগামীর প্রত্যুষে...
তুমি বলো আর না বলো,আমি জানি-
আমি এক সংখ্যা মাত্র
তুমিও ভীষণ!
শুধু ভাবি ভাগফলে যাওয়ার আগে সামান্য এই আমি-
পারবো কী গেয়ে যেতে
গেয়ে জীবনের গান???
অতীত হতে যাওয়া বর্তমান শিয়রে বসে
অনুভূত অনুভবে এই হোক পরিচয়
আমি এক সংখ্যা ভীষণ
তুমিও কী নয়!!!
বিশ্বজিৎ সেনগুপ্ত(শ্রীসেন)। কলকাতা, ইন্ডিয়া
-
ছড়া ও কবিতা
-
26-12-2019
-
-