দেওয়ান সেলিম চৌধুরীর একগুচ্ছ কবিতা
জানতে ইচ্ছে হয়
আমার সন্তানের যত ভুল, ছোট ছোট পাপ
দু’চোখ বুজে শুধু করে গেছি মাপ
কখনো দেখাইনি তাদের পিতৃত্বের প্রতাপ।
যখনই দেখেছি তাদের মুখখানি ভার
অজানা শংকা নিয়ে শুধায়েছি বার বার
বাবা আছো তো ভালো?
মনে কি দুঃখ আছে, মুখ কেন কালো?
জানতে চেয়েছি ইনিয়ে বিনিয়ে, কি এমন হলো।
কখনো পেয়েছি উত্তর, কখনো ধমক
কিছুতেই নড়ে নাই বাবার টনক।
কখনো বলিনি ভুলে, গোপনে কিংবা মুখ খুলে
যখন বৃদ্ধ হবো, লহ মোর ভার।
চাইনি বাড়াতে তাদের বোঝার পাহাড়।
স্বার্থের উল্টো রথে চড়ে
নিজেকে দিয়েছি কোরবান সন্তানের তরে।
হঠাৎ প্রশ্ন এলো হৃদয়ে একখান
তোমার ও কি আমার মত সন্তান অন্তপ্রাণ?
তুমিও নিঃস্বার্থ ভাবে বাসিয়াছ ভালো,
তোমার সৃষ্টির যত প্রান, সমানে সমান
জানিতে ইচ্ছে হয় হে ঈশ্বর, হে ভগবান?
খুঁজিনি তোমায়
সূর্যের আলো বায়ু আর জল, এই নিয়ে বেঁচে আছে,পৃথিবীর যত প্রাণী
যত তরুদল।
নীলিমার নীল থেকে সমুদ্র অতল।
তারা বুঝে গেছে ঈশ্বর মিশে আছে
এই তিন মাঝে
কখনো যায়নি ছেড়ে সকাল কি সাঁঝে।
শব্দহীন কর্মমাঝে, তোমার ধ্যানে মগ্ন
যত প্রাণ আছে,
তোমাকেই সেবিতে চায় নিজ কর্ম মাঝে।
তাই বিচিত্র রঙে ফুল ফোঁটে,বিচিত্র সব ঘ্রাণ
নীরবে নিঃশব্দ্যে করে তোমাকেই দান
প্রকৃতি ধরে কত বিচিত্র রুপ,বিচিত্র সাজে
যেন তোমাকেই সাজাতে চায় নানা বর্ণ মাঝে।
সৃষ্টি আর স্রষ্টার মাঝে একি বিচিত্র খেলা
প্রেম প্রেম খেলা খেলে কাটিছে যে বেলা।
সমস্ত প্রাণের মাঝে তুমি মহাপ্রাণ
সৃষ্টির মাঝেই আছে তোমার সন্মান।
শুধু মানুষই ভিন্ন প্রাণী,সৃষ্টির শ্রেষ্ঠ জানি,
তোমাকে খুজেনা কভূ,এই তিন মাঝে
যদিইবা খুজিতে হয়,খুঁজে শাস্ত্রের ভাজে
তোমাকে করিতে দূর্লভ,পৃথিবীর পথে
ধর্ম উঠালো তোমায় উল্টো কোন রথে
জেনে শুনে নিয়ে গেলো,দূর বহুদূর
এখন ডাকিছে তোমায় উচ্চ করি সুর।
চিৎকারে চিৎকারে প্রার্থনা হলো কোনঠাসা
তাইতো পৃথিবীর মানুষের এত দূর্দশা!
ভয়
স্বচ্ছ জলে মহিষ করে নাকো স্নান
জল তার তার ঘোলা হওয়া চাই।
বিশাল শরীর তার, শক্তির আধার
তবু ও মনে ভয়, ছোট ছোট পোকার।
অজানা ভয়ে ক্লিষ্ট মহিষের মন
শরীরে মাখিছে তাই কাদার আবরণ।
চোখ দুটি বন্ধ করে
নিজের গড়া ঘোলা জলে
ডুবে ডুবে ফেলিছে দীর্ঘ শ্বাস।
চারিদিকে খোলা আকাশ, আর স্নিগ্ধ বাতাস
তবু ও পারেনা নিতে নির্ভেজাল শ্বাস।
দেখেনা চেয়ে চারিদিকে, অন্যসব প্রাণ
কি আনন্দে করিতেছে জীবনের গান
সে শুধু জানে দু’চোখ বুজে, কাদায় করিতে স্নান।।
আমিই তুমি
আমি যখন জানি না, কে আমি
অন্ধকারে দাঁড়িয়ে তোমার চরণ চুমি।
আমি যখন জানি, কে আমি
আলোর মত দেখি আমিই তুমি।
আমিতো ছিলাম, আজো আছি,
অনন্তেও থাকবো নিরন্তর, হে ঈশ্বর।
আমার শেষ নিঃশ্বাস, বিচরিবে অনন্ত আকাশ
বাধাহীন মুক্ত বিহঙ্গের মত।
সমস্ত প্রতিক্ষা শেষে, মিশে যাবো একসাথে,
রহিবেনা পিছু ইতিহাস।
মুক্তির আনন্দ স্রোতে, শুরু হবে নূতন প্রভাত।
কখনো বা মিশে যাবো, জোৎস্নার আলোয়
ভোরের শিশির অথবা রাতের কালোয়
কখনো বা শ্রাবনের বৃষ্টি হয়ে, ছুঁয়ে যাবো,
ফেলে আসা পরিচিত ভূমি
সর্বত্রই থাকবো আমি, কারণ আমিই তুমি।
দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
11-01-2020
-
-