বলতে পারো বেণীমাধব? - মৈত্রেয়ী সিংহরায়
বেণীমাধব, বেণীমাধব তোমার কাছে যাবো
বেণীমাধব, বলো না গো, আমার কথা ভাবো
বেণীমাধব ইচ্ছে করে ফিরে যেতে তমাল তরুমূলে,
তোমার ও কি ভালো লাগবে আমায় ফিরে পেলে?
রং মেখে বসে আছি রাস্তার ধারে
স্বপ্নজড়ানো ইচ্ছেগুলো দুমড়েমুচড়ে মরে
আমি এখন নষ্টমেয়ে, আমি এখন কান্না
এতো ডাকি বেণীমাধব, তোমার সাড়া পাইনা।
বেণীমাধব বেণীমাধব, আমার ভালোবাসা
তোমায় দেখবো বলে, আমার বেঁচে থাকা
একাছিলাম নিজের ঘরে, সেলাই দিদিমণি
নষ্ট করে ধূলো ঝেড়ে ,চলে গেল হায়না শকুনি
বেণীমাধব কী ভীষণ অন্ধকারে,একা স্বপ্নহীন
আমি এখন নষ্টমেয়ে, আমি এখন কফিন
ডানা ঝাপটাই, ফুঁপিয়ে উঠি, ম্লান অবসাদ
মুখ লুকোই ঘরের কোণে, নিজের ঘর নয়।
বেণীমাধব, বেণীমাধব,আমার একমুঠো নিঃশ্বাস
আমার সর্বাঙ্গে ক্ষতচিহ্ন, এইচ.আইভি.
ভাইরাস
তুমি এখন অন্য কারো, অন্যের ভালোবাসা
আমার কন্ঠে চাপা গোঙানি, বাঁচার জন্য বাঁচা।
মনে পড়ে নবম শ্রেণী? মনে পড়ে শাড়ি?
মনে পড়ে মালতী ইস্কুল, সুলেখাদের বাড়ি?
বেণীমাধব চলে গেছো দূরে অনেক দূরে
গভীর রাতে আমার শুধু মন কেমন করে।
আমি এখন সোনাগাছি, পরিত্যক্ত ঘরে
রক্তাক্ত খুবলে খাওয়া ছেঁড়া ছিন্ন শরীরে
মনে মনে ভিজি আমি মোহনবাঁশীর সুরে
বেণীমাধব, বেণীমাধব আসবে আমার ঘরে?
একবার শুধু একবার, একটি বার ছোঁব
চাঁদের নীচে দাঁড়িয়ে, জ্যোৎস্নায় দুজনে ভিজবো
আগুন, বেণীমাধব, আগুন নিভল কই?
বলতে পার আমরা কেন নষ্ট মেয়ে, কেন পতিতা হই?
মৈত্রেয়ী সিংহ রায় । নবপল্লী, বর্ধমান
-
ছড়া ও কবিতা
-
04-02-2020
-
-