অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
দেওয়ান সেলিম চৌধুরী-র দু’টি কবিতা

বিধাতার লাটিম

একটা সময় ছিল, ধর্ম্ম আসিবার
আর কভু আসিবেনা আর
এ আমার কথা নয়, বিধাতার অঙ্গীকার।
বিধাতার ইচ্ছা ছিল, পৃথিবীতে পরিচিত হবার
তাইতো পাঠালেন, ভিন্ন অবতার।
কেহই পারিলনা এই জগৎময়
প্রতিষ্টা করিতে, বিধাতার এক পরিচয়।
মানুষ হয়ে গেল আদম সন্তান
শুধু বিধাতারই রয়ে গেলো ভিন্ন ভিন্ন নাম।
তাইতো অভিমান নিয়ে বসে আছেন সেথা
আর কোন কাজ নেই, নেই মাথা ব্যাথা।
যেন লাটিম ঘুরাইয়া বিধি, হারাইয়াছেন সূতা।
সেই থেকে বিশ্বসম লাটিমখানি, ঘুরিতেছে অবিরাম
ভালো মন্দ বুঝেনা কিছু, শুধু ঘুরাটাই কাম।
যার, যা খুশী করে, বিধাতা নির্বিকার
বিধাতার অপমান লাগি, ধর্ম্মই বড় হাতিয়ার।।

মানুষ

একদা আকাশ ছিল রহস্যে ভরা
মানুষ ছিলনা মানুষ, এমন ধারা
চোখ ছিল ছোট ছোট, দীপ্তি নাহি তায়
মাথা মস্তবড়, বুঝিতে না পায়।
সব কিছু কাছে রেখেও, উর্ধ্ব পানে চায়।।
মানুষের মাঝে ছিল শিক্ষার অভাব
তাইতো দেবতাও খাটাইত মিথ্যা প্রভাব
রোগ, শোক, মহামারি, দেবতার দান
দেবতার খুশীর লাগি, বলি হত প্রাণ
ধীরে ধীরে মানুষ পেলো, শিক্ষার আলো
কিছু কিছু মনিষী এসে মন্ত্র দিয়ে গেলো
এখনো সময় আছে, হৃদয়ে আগুন জ্বালো
অন্ধকার রহস্য বাড়ায়, আলো করে দূর
আলোই দেখাতে পারে সুর ও অসুর।
সেই হতে শুরু হলো চেষ্টা আপ্রান
মানুষকে কুড়াতে হবে, দেবতার সম্মান
সতেরো’শ সাল, শুরু হলো মানুষের উন্নতির কাল
আকাশ ভেদ করি দেবতার দেশে
মানুষ করিল প্রবেশ, মানুষের বেশে।।

দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা