দেওয়ান সেলিম চৌধুরী-র কবিতা
মুক্ত ভগবান
ধর্ম্মের বেড়াজালে হারিয়েছি, একক বিধাতা আমার।
দু’চোখ বুজে দেখি একি সমাচার,
চারিদিকে বহুরূপী বিধাতার মহা সমাহার।
কে তোমার, কে আমার বুঝা বেশ ভার।
চরের জমির মত, দখল নিয়েছে যার যার।
যিনি এই বিশ্বখানি করিয়া সৃজন,
গড়িল প্রানের মেলা মনের মতন।
তাঁর কি জাগেনা স্বাধ, সৃষ্টির মাঝে
নিজেকে জড়িয়ে রাখে, সকাল কি সাঁঝে?
সমস্ত প্রানের সাথে, মুক্ত যে মহাপ্রান
চায়না কোন কিছু, কোন প্রতিদান।
আমার বিধাতা, একান্তই আমার থাক।
প্রতি পলে শুনে যাক হৃদয়ের ডাক।
যাকে আমি ভালবেসে হারিয়েছি ধর্ম্মের পথ
তাকে রাখিব নির্মল, এ আমার অন্তিম শপথ।
মানুষের পৃথিবী
ধর্ম্মের অস্পষ্ট ইঙ্গিতেই জীবন্ত ছিল
সতীদাহ প্রথা অথবা ডাইনি নিধন।
কোন মানবিক বিচার স্পর্ষ করে নাই ধর্মান্ধের মন।
কতগুলো প্রান, ঝরে গেল অকারণ,
পূজারী দেখাইল তাদের মিথ্যা প্রলোভন।
বুঝাইল মন্ত্র পড়ি, মৃত্যুর লাগি এটাই শুভক্ষণ।
পূজারী নিজের লাগি করিল সঞ্চয়, যত পূন্য ধন।
সেদিন বিধাতাও নীরব ছিল।
শুধু কেঁদে ছিল মানুষের মন।
তাই মানুষ করেছিল, মানুষের মঙ্গল আয়োজন।
আর কোন মিথ্যা বিশ্বাস, যেন নেয়না জীবন।
ধীরে ধীরে মানুষ নিল পৃথিবীর ভার
বসবাসের যোগ্য করি দিল উপহার।
দেওয়ান সেলিম চৌধুরী । অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
10-03-2020
-
-