অটোয়া, সোমবার ৭ অক্টোবর, ২০২৪
নীল ঘোড়া – কবির চৌধুরী

র্ম-অধর্ম, পাপ-পূন্য, স্বর্গ-নরক
একেক জনের কাছে একেক রকম__
মোদ্দা কথা-
বহুল ব্যবহৃত এই শব্দগুলোর ভিন্ন ভিন্ন প্রয়োগ!
ধর্ম-অধর্ম নিয়ে কিছু বলবো না-
মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবের নিষেধ!
কিন্তু পাপ-পূন্য এবং স্বর্গ-নরকের ব্যাপারে বলতে পারি,
একেবারে সহজে, অবলীলায় –
পাপের ব্যাপারে আমি নিশ্চিত- 
আমি পাপ করি না –
আর
নরক! আমি এখন নরকেই আছি।
কীভাবে?
এই তো মিনিট কয়েক আগে সিগারেট খেতে ঘরের বাইরে, বাইরে যাওয়া-
আমাদের বাসার দুই বাসার পরেই একটি বাসা
সেখানে বয়স্ক দুজন মানুষের বসবাস___
তাদের একমাত্র ছেলের, শহরের অন্যপ্রান্তে বাস।
সিগারেট খেতেই খেতেই দেখলাম-
বুড়ো-বুড়ির___
ছেলে, ছেলের বউ ১২/১৪ বছরের ছেলেটিকে নিয়ে
মা-বাবাকে দেখতে এসেছে_ হাতে দুটো প্যাকেট।
কস্ট নিয়ে দেখতে হলো-
মরনব্যাধি করোনার সৃষ্টি ‘লকডাউন’ শব্দের কারণে_
ওরা দূর থেকেই অতি আপনার দু'টি মানুষকে হাই-হ্যালো,
এবং
প্যাকেটগুলো সামনের সিঁড়িতে রেখে চলে গেল।
এভাবে আর কতদিন??

কবির চৌধুরী। অটোয়া, কানাডা