অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
সবুজ দেশে - খোরশেদ আলম

ই দেখা যায় সবুজ দেশে
লাল রঙ এক ফোটা
গাছ-গাছালির সবুজ ডালে
দুলছে ফুলের বোটা।

মায়ার বাঁধন হয়না শেষ
সুখের বসত ঘর
এমন দেশের তুলনা নেই
হয়না কখনো পর।

দূরের জীবন বিষণ্ণ মন
চোখের পাতায় জল
সোনার নুপুর আঁকছে পায়ে
ঝুমুর-ঝুমুর-মল।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ।