অটোয়া, রবিবার ৬ জুলাই, ২০২৫
সুচরিনা মার মত নারী হতে পারো - হরিশঙ্কর কুন্ডু

কটি নীল নদীর বাঁকে দাড়িয়ে
কতবার তোমায় প্রশ্ন করেছি
আমাদের জন্ম-জন্মান্তর এইভাবে ----
তুমি বলেছিলে ----
আমি এ-কে-বা-রে-ই বোকা

কতবার নীলদিগন্ত দেখিয়েছি তোমায়
সমস্ত ভালোলাগাকে দিয়েছি উজার করে
তোমার জন্য আ-দিগন্ত এক ক্যানভাস এঁকেছি

কিছুতেই বুঝিনি ---- তুমি চাওনি এসব

তোমাকে সব চিনিয়ে দিয়েছিলাম
সব ----
এমনকি আমার মরন ফাঁদ

এখন নদীর বাঁক শূন্যতায় ভরা
ভেজা বাতাস হয় ক্রমশ ভারি
আকাশ কেমন যেন ডুকরে কাঁদে
পাথর চাপা বুকে ---- বুক ফেটে যায়

আজো আমি এসেছি এই নদীর বাঁকে
দেখে যাও দেখে যাও এইখানে এসে
শেষ কবে আমাদের অপূর্ন ভাষা
এখনো বাতাসে দেখি ঘুরপাক খায়
আমার হৃদয় দেখি খুন হতে থাকে

মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে
কার বুকে মাথা রেখে এখন ঘুমাও
সব কথা মনে কি পড়ে
আমাকে দেবার ছিল আরেক পৃথিবী

নিজেই নিজের সাথে তামাশা করি
এ-জন্মেই আমার পূর্নতা নেই
অথচ জন্ম -জন্মান্তরের কথা ভেবে ভেবে মরি
সুচরিনা ---- বড় বোকা আমি
একেবারে বোকা

স্নেহ-মায়া-মমতা মার কাছে ছিল
মাকে দেখে জেনেছিলাম নারী এমন হয়
ভালোবাসার দায় ছিল - দায় ছিল আরো ----
সুচরিনা মার মত নারী হতে পারো

হরিশঙ্কর কুন্ডু
পশ্চিমবঙ্গ, ভারত