অটোয়া, শুক্রবার ২৯ মার্চ, ২০২৪
সুখের পরশ - বদ্রীনাথ পাল

ন্ম আমার গাঁয়ের বুকে, বড়োও সেথায় ভাই-
গাঁ ছাড়া যে অন্য কিছু তাইতো জানা নাই।
গাঁয়ের আকাশ বাতাস মাটি,গাঁয়ের নদীর জল-
শ্বাস প্রশ্বাস রক্ত আমার, আমার বুকের বল।

এই গাঁয়ের-ই পুকুর ডোবা ধানের ক্ষেত আর মাঠ-
বাঁশের বাগান, ঠাকুর বাড়ি,নদীর পা্রে হাট-
উঠোন জুড়ে পুঁইয়ের মাচা,ভোরের সে আজান-
সবার সাথেই বাঁধা আছে আমার নাড়ীর টান।

বসির চাচার বাউল গানের উদাস করা সুর-
মহালয়ার ভোর বেলাতে ঢ্যাম্ কুড়াকুড়্ কুড়্-
রথের মেলার পাতার বাঁশি,ঈদের খুশির চাঁদ-
যা দেখে, যা শুনে আমার ভাঙে খুশির বাঁধ!

গাঁ যে আমার মায়ের সমান রাখছে পেতে বুক-
সেই বুকেতেই লুকিয়ে আছে স্বর্গ সমান সুখ!
এমন সুখের পরশ বলো আর কি কোথাও পাই-
তাইতো মরেও এই গাঁয়েতেই জন্ম নিতে চাই।

বদ্রীনাথ পাল
বাবিরডি, পুরুলিয়া
পশ্চিমবঙ্গ, ভারত