আমার মাংসল শরীর নিয়ে মাংসপিন্ড দেহশিরায় সংমিশ্রিত রক্ত নিয়ে রক্তবহা শরীরআমার ফুসফুস অক্সিজেন জারিত এক যন্ত্রকিন্তু,সত্যি বলতে কি আমি জীবন বিস্মৃতএক রক্তমাংসের মানুষপ্রতিবাদের সাহস নেইরুখে দাড়াবার শক্তি নেইঠোঁটে বসিয়েছি শরীর রঙা টেপতাইকথা বলারও সামর্থ্য নেই।প্রতিবাদ করবো কি জন্যে? কার পক্ষে?কথা বলবো কার বিরুদ্ধে? কার স্বার্থে?ভয়ে জড়সড় হয়ে যাইপ্রতিবাদের ভাষা হারিয়ে ফেলিমুখে ফুটে না কথা।ভালো হয়, ভেবে নেই হাতে পরেছি কাঁকন কাঁকনের কংকণে সর্বদা মস্তিষ্কে বাজছেসানাইয়ের অনুরণন।পার্থ সারথী চৌধুরীসিলেট, বাংলাদেশ
Ashram Bengali Magazine, Ottawa