আঠারো কোটি মানুষ যদি ৮ই ফাল্গুন পালন করতো;তবে শহীদের তাজা আত্মা শান্তি পেতো।২১ শে ফেব্রুয়ারী অর্ধেক বাংলা;অর্ধেক ইংরেজীতে মাতৃভাষা লালন পালন আমার অদ্ভুত টেকে।কেন হয় এমন জানি না।জন্মের আগে থেকেই যে দিবস পালিত হয়!আমার কী সাধ্যি ৮ই ফাল্গুন বলার!বাংলা মাস কি তবে তখন গগনায় আসতো না?রাজপথ কি ইংরেজিময় ছিল?ঢাকা বিশ্ববিদ্যালয় কি ইংরেজ শাসন করতো?উর্দু বয়ান শোনাতো আইয়ুব খান শুনেছি। ইংরেজ তো নয়!তবে বারবার কেন বাংলা ভাষার সবখানে চর্চা নয়?আমি করি না বলে তুমি প্রশ্ন করবে না বিবেক?জাতকূল মান যায় নাকি ৮ই ফাল্গুন পালনে?অদ্ভুত বিস্বাদ! গ্লানিবোধটুকু সরাতে দিল না।একেকজনের একেক নীতি মতি!কিঞ্চিৎ ভাবি না প্রত্নতাত্ত্বিক সামনের দিনগুলোতে মাটিতে থেকে কী খুঁজবে?ফেব্রুয়ারী না ফাল্গুন!আগুন লেগেছিল সেই বাহান্নের ফাল্গুনে।ভাষার আগুন; আমার তোমার বাংলা ভাষার ফাগুন।পলাশ ফুলের মতো লাল ছোপ ছোপ রক্তরাজপথেই ঝরেছিল সালাম,রফিক, বরকতের।তাই তো আজ প্রতিবাদ মুখর আমি!বাংলা হলে পুরো বাংলায় হোক।২১ শে ফেব্রুয়ারী নয়, ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসঅহর্নিশ ৮ই ফাল্গুন ধরে পালিত হোক।পারভীন আকতার শিক্ষক, কবি ও প্রাবন্ধিক চট্টগ্রাম।
Ashram Bengali Magazine, Ottawa